Bootstrap Image Preview
ঢাকা, ০২ বৃহস্পতিবার, মে ২০২৪ | ১৯ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

মতলব উত্তরে ২ শিক্ষকনেতা গুরুতর আহত

জাকির হোসেন বাদশা, মতলব উত্তর প্রতিনিধি
প্রকাশিত: ১৩ মার্চ ২০১৯, ০৫:৪৫ PM
আপডেট: ১৩ মার্চ ২০১৯, ০৫:৪৫ PM

bdmorning Image Preview


চাঁদপুরের মতলব উত্তর ও মতলব দক্ষিণ উপজেলার সেতুবন্ধন মতলব সেতু সংলগ্ন এলাকায় সড়ক দুর্ঘটনায় ২ সহকারী শিক্ষক গুরুতর আহত হয়েছেন।

মঙ্গলবার (১৩ মার্চ) সন্ধ্যায় এ দুর্ঘটনা ঘটে। আহতরা হলেন- প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতি চাঁদপুর জেলা শাখার সাধারণ সম্পাদক আবদুল বাতেন ও সদস্য আবদুল হালিম।

এখলাছপুর সপ্রাবি. সহকারী শিক্ষক কবির হোসেন জানান, সহকারী শিক্ষক আবদুল বাতেন ও আবদুল হালিম মোটরসাইকেল যোগে মতলব যাচ্ছিলেন। মতলবের নতুন ব্রিজ সংলগ্ন এলাকায় হঠাৎ বিপরীত দিক থেকে আসা প্রাইভেটকারের হেডলাইটের অতিরিক্ত আলো চালক আবদুল হালিমের চোখে পড়ে নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেলসহ রাস্তার পাশে পড়ে যায়। এতে উভয় শিক্ষক মাথায় গুরুতর আঘাত পান।

পরে আশপাশের লোকজন তাদের উদ্ধার করে মতলব দক্ষিণ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এ নিয়ে যান। শেষ খবর পাওয়া পর্যন্ত মতলব দক্ষিণ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এ তাদের চিকিৎসা চলছে।

সহকর্মীরা এ দুর্ঘটনার খবর পাওয়ার সাথে সাথে সহকর্মীকে দেখার জন্য হাসপাতালে ছুটে যান। পরে শিক্ষক নেতা আবদুল বাতেনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরণ করা হয়।

Bootstrap Image Preview