Bootstrap Image Preview
ঢাকা, ৩০ মঙ্গলবার, এপ্রিল ২০২৪ | ১৭ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

ব্রীজ আছে নেই সড়ক

জামশেদুল রহমান, সেনবাগ প্রতিনিধিঃ
প্রকাশিত: ১৩ মার্চ ২০১৯, ০২:৫৮ PM
আপডেট: ১৩ মার্চ ২০১৯, ০২:৫৮ PM

bdmorning Image Preview


নোয়াখালীর সেনবাগের কেশারপাড় ইউনিয়নের খাজুরিয়া বিরাহীমপুর খালের ওপর ব্রীজ থাকলেও চলাচলের সড়ক নির্মাণ না করায় বিগত ৩ বছর যাবত সীমাহীন দুর্ভোগের শিকার হচ্ছে ওই সড়ক দিয়ে চলাচলকারী দুই ইউনিয়নের শতশত গ্রামবাসী।

জানা গেছে, সেনবাগের ২নং কেশারপাড় ইউনিয়ন থেকে ছাতাপাইয়া ইউপির বিরাহিমপুর যাওয়ার একমাত্র পথ হচ্ছে খাজুরিয়া-লেমুয়া ঠনারপাড় সড়ক। দুই ইউনিয়নের জন সাধারণের চলাচলের সুবিধার্থে ওই সড়কের খাজুরিয়া-লেমুয়া ঠনারপাড় খালের ওপর বিগত ৩ বছর আগে সেনবাগ উপজেলার পরিষদ ৪ লাখ ৭ হাজার টাকা ব্যয়ে একটি ব্রীজ (বক্স কালভাট) নির্মাণ করে।

কিন্তু ব্রীজটি দিয়ে চলাচল করার জন্য দুই পাশে আধা কিলোমিটার রাস্তা নির্মাণ না করায় ব্রীজটি পরিত্যক্ত অবস্থায় পড়ে রয়েছে। তাই এলাকাবাসী তাদের সমস্যা সমাধানে স্থানীয় সাংসদ মোরশেদ আলম, নির্বাহী অফিসার মিনহাজুর রহমান ও কেশারপাড় ইউনিয়নের চেয়ারম্যান বেলাল ভূঁইয়ার হস্তক্ষেপ কামনা করেছে।

এ ব্যাপারে খাজুরিয়া গ্রামের বিশিষ্ট সমাজসেবক নুরনবী মজুমদার জানায়, তাদের দীর্ঘ প্রচেষ্টার পর ব্রীজটি নির্মাণ করা হয়েছিল। কিন্তু মাত্র আধা কিলোমিটার সড়ক নির্মাণ না করায় ব্রীজটি এলাকাবাসীর উপকারের স্থলে দুভোর্গের কারণ হয়ে দাড়িয়েছে। তাই এলাকাবাসীর পক্ষ থেকে তার দাবি আগামী বর্ষে মৌসুম শুরু আগে ব্রীজটির দুই পাশে আধা কিলোমিটার কাঁচা সড়কটি মাটি ভরাট করলে উপকৃত হবে। 
 

Bootstrap Image Preview