Bootstrap Image Preview
ঢাকা, ১৯ রবিবার, মে ২০২৪ | ৪ জ্যৈষ্ঠ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

বিশ্বে ধূমপানের চেয়ে বায়ু দূষণে বেশি মানুষ মারা যাচ্ছে

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৩ মার্চ ২০১৯, ০২:৪০ PM
আপডেট: ১৩ মার্চ ২০১৯, ০২:৪০ PM

bdmorning Image Preview


বিশ্বে ধূমপানের চেয়ে বায়ু দূষণে বেশি মৃত্যু ঘটে বলে এক গবেষণায় জানা গেছে। জার্মানি এবং সাইপ্রাসের একদল গবেষক জানিয়েছেন, ২০১৫ সালে বায়ু দূষণে ৮৮ লাখ মানুষের বেশি মৃত্যু ঘটেছে যা আগের বছরের প্রায় দ্বিগুণ।

মঙ্গলবার (১২ মার্চ) প্রকাশিত এক গবেষণা রিপোর্টে এ তথ্য জানানো হয়েছে। এতে জরুরিভিত্তিতে জীবাশ্ম জ্বালানি ব্যবহার বন্ধ করার আহ্বান জানানো হয়েছে। 

বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডাব্লিউএইচও) মতে, ধূমপানের কারণে বিশ্বে প্রতি বছর ৭০ লাখ মানুষের মৃত্যু ঘটে। গবেষকরা বলছেন, ধূমপান ত্যাগ করা গেলেও বায়ু দূষণ সহজে রোধ করা যায় না। তাই এখনই কার্যকর পদক্ষেপ নিতে হবে। 

জার্মানি ও সাইপ্রাসের এ গবেষণায় ইউরোপীয় সমাজে হৃদরোগের ওপর বিশেষ গুরুত্ব দেয়া হয়েছে এবং এতে দেখা যাচ্ছে- বায়ু দূষণের কারণে প্রতি বছর সাত লাখ ৯০ হাজার মানুষ মারা যায় যার মধ্যে শতকরা ৪০ থেকে ৮০ ভাগ মারা যাচ্ছে হার্টঅ্যাটাক ও স্ট্রোকের মতো কার্ডিওভাসকুলার রোগে। কিন্তু পরিষ্কার ও নবায়নযোগ্য জ্বালানি ব্যবহার করলে ইউরোপে বায়ু দূষণের মাত্রা শতকরা ৫৫ ভাগ কমানো সম্ভব। বায়ু দূষণের দিক দিয়ে বিশ্বে ভারতের রেকর্ড সবচেয়ে খারাপ।

Bootstrap Image Preview