Bootstrap Image Preview
ঢাকা, ০২ বৃহস্পতিবার, মে ২০২৪ | ১৯ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

জাদু দেখাতে গিয়ে অগ্নিদগ্ধ স্কুলছাত্র

মীর খায়রুল আলম, দেবহাটা প্রতিনিধিঃ
প্রকাশিত: ১৩ মার্চ ২০১৯, ১২:২২ PM
আপডেট: ১৩ মার্চ ২০১৯, ১২:২৪ PM

bdmorning Image Preview


প্রতিবছরের ন্যায় বহেরা এ.টি মাধ্যমিক বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতা সম্পন্ন হয়েছে।

মঙ্গলবার (১২ মার্চ) দিনব্যাপী এ বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতার আয়োজন করা হয়।

এবারের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রতিবারের মত জুতা পায়ে জাদু দেখাতে যেয়ে দশম শ্রেণীর এক ছাত্র আহত হয়েছে। আহত স্কুল ছাত্র বহেরা গ্রামের আনছার আলীর পুত্র শামিম হোসেন।  

প্রত্যক্ষদর্শীরা জানান, বহেরা এ.টি মাধ্যমিক বিদ্যালয়ে প্রতিবছরের ন্যায় এ বছরেও মঙ্গলবার দিনব্যাপী বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতার আয়োজন করা হয়। সাংস্কৃতিক অনুষ্ঠান চলাকালে বিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্র শামিম হোসেন মুখে পেট্রোল ও আগুন নিয়ে যাদু দেখাতে থাকে। একপর্যায়ে পেট্রোলের আগুন তার গায়ে পড়ে। এসময় পেট্রোলের আগুনে তার শরীরের বিভিন্ন অংশ পুড়ে যায়। পরে আহতের স্বজনেরা তাকে উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালে সার্জারী বিভাগে ভর্তি করে। 

এবিষয়ে আহতের চাচাত ভাই মোমিন হোসেন জানান, তার শরীরের বিভিন্ন স্থানে আগুনে ঝলসে গেছে। এখনো তার জ্ঞান ফেরেনি। স্যালাইন চলছে, তবে তার অবস্থা আশঙ্কাজনক।

বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জাহাঙ্গীর আলমের সাথে কথা বললে তিনি জানান, যাদু দেখাতে যেয়ে শামিমের গায়ে আগুন লাগলে সে দৌড়ে চলে যায়। স্টেজে আগুন লাগায় সেটা নিভানোর চেষ্টা করি। পরে কি হয়েছে আমি জানি না। 

উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুল হাই জানান, এ বিষয়ে আমি কিছু জানিনা। বিষয়টির খোঁজ নিয়ে দেখছি। 

উপজেলা নির্বাহী অফিসার মোঃ ইকবাল হোসেন জানান, বিষয়টি অপরাধমূলক। তদন্তপূর্বক ব্যবস্থা নেওয়া হবে।

Bootstrap Image Preview