Bootstrap Image Preview
ঢাকা, ২৭ শনিবার, এপ্রিল ২০২৪ | ১৪ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

শিক্ষকেরাই এখন কম্পিউটারের সমস্যা সমাধান করতে পারেন

সাখাওয়াত হোসেন সানি, শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি:
প্রকাশিত: ১২ মার্চ ২০১৯, ০৬:৩১ PM
আপডেট: ১২ মার্চ ২০১৯, ০৬:৩১ PM

bdmorning Image Preview


কম্পিউটারের ছোটখাটো সমস্যা এখন নিজেই সমাধান করতে পারেন মো. মনির হোসেন। কম্পিউটারের হার্ডওয়্যারের কী সমস্যা হয়েছে তা সহজেই বুঝতে পারেন। নিজে নিজে উইন্ডোজ দিতে পারেন। তিনি আকবর আলী খান কারিগরি কলেজের গাজীপুরের শ্রীপুর শাখার ইন্সট্রাক্টর। তিনি কম্পিউটার হার্ডওয়্যার, নেটওয়ার্কিং ও ট্রাবলশুটিংয়ের ওপর ১৫ দিনের প্রশিক্ষণ সম্পন্ন করেছেন।

মঙ্গলবার (১২ মার্চ) দুপুর ১২টায় শ্রীপুর উপজেলা চত্বরে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রশিক্ষণ ল্যাবে প্রশিক্ষণোত্তর প্রতিক্রিয়া ব্যাক্ত করেন তিনি।

শ্রীপুর কারিগরি কলেজের সহকারী অধ্যাপক মো. ইকবাল হোসেন বলেন, কম্পিউটারের হার্ডওয়্যার যন্ত্রপাতি নাম ধরে বলে দিতে পারি। কোন যন্ত্র কোথায় থাকে তাও বলতে পারি। যেটা আগে কোনোদিন পারতাম না।

একই কলেজের সহকারী অধ্যাপক হাবিবুর রহমান মানিক বলেন, ডেস্কটপে কীরকম শব্দ হলে কীরকম সমস্যা হতে পারে, তা শব্দ শুনেই বলে দিতে পারি। হার্ডওয়্যার যন্ত্রপাতির নাম বলতে পারি।

ওশিন হাই স্কুলের শিক্ষক আসমাউল হোসনা এশা ও ডা. কামাল উদ্দিন উচ্চ বিদ্যালয়ের শিক্ষক ফারজানা হক বলেন, কমিম্পউটারের মাদারবোর্ডের সাথে পরিচিত হয়েছি। সকল প্রকার যন্ত্রপাতি মাদারবোর্ডে স্থাপন করতে পারি।

আল আমীন একাডেমী স্কুলের শিক্ষক সুমী আক্তার এখন এক্সেল প্রোগ্রামের কাজ অনায়াসে করতে পারেন। আগে শুধু এমএস ওয়ার্ডের কাজ কিছুটা জানতেন। তিনি কম্পিউটারের ওপর ১৫ দিনের বেসিক প্রশিক্ষণ সম্পন্ন করেছেন।

পটকা এলাকার ফোর স্টার প্রি ক্যাডেট একাডেমীর শিক্ষক মো. কামাল উদ্দিন বলেন, এ প্রশিক্ষণের পর শিক্ষকদের কন্টেন্ট ইন্টারনেট থেকে ডাউনলোড করতে পারি। ইন্টারনেটের অনেক মেনুর কাজ জানা না থাকায় করতে পারিনি। এখন সেসব মেনু দিয়ে কাজ করতে পারি।

মঙ্গলবার দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা রেহেনা আক্তার প্রধান অতিথি হিসেবে প্রশিক্ষণার্থীদের হাতে সনদ তুলে দেন। এ সময় উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. সাইফুল ইসলাম উপস্থিত ছিলেন।

সহকারী প্রোগ্রামার কামাল হোসেন ফরাজী বলেন, কম্পিউটার হার্ডওয়্যার, নেটওয়ার্কিং ও ট্রাবলশুটিং এবং কম্পিউটার বেসিকের ওপর পৃথকভাবে উপজেলার ৪৮ জন ১৫ দিনের প্রশিক্ষণে অংশগ্রহণ করেন। তাদেরকে প্রশিক্ষণের পর লিখিত ও মৌখিক মূল্যয়ন শেষে সনদ বিতরণ করা হয়। কম্পিউটার হার্ডওয়্যার প্রশিক্ষক ছিলেন আব্দুল আউয়াল বিশ্ববিদ্যালয় কলেজের প্রভাষক হাবিবুর রহমান ও শ্রীপুর মুক্তিযোদ্ধা রহমত আলী সরকারি কলেজের প্রভাষক মোহাম্মদ আবু বাক্কার ছিদ্দিক আকন্দ।

Bootstrap Image Preview