Bootstrap Image Preview
ঢাকা, ০৪ শনিবার, মে ২০২৪ | ২১ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

ইয়েমেনে সৌদি জোটের হামলায় ৩০ বেসামরিক মানুষ নিহত

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১২ মার্চ ২০১৯, ০৬:০৬ PM
আপডেট: ১২ মার্চ ২০১৯, ০৬:০৭ PM

bdmorning Image Preview
সংগৃহীত ছবি


ইয়েমেনের হাজ্জাহ প্রদেশের কুশার এলাকায় সৌদি জোটের হামলায় ৩০ বেসামরিক মানুষ নিহত হয়েছে। লেবাননের ইসলামি প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ বলছে, আন্তর্জাতিক সংস্থাগুলোর নীরবতা ইয়েমেনকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে।

হিজবুল্লাহর বিবৃতিতে আরও বলা হয়েছে, সৌদি জোট ইয়েমেনের জনগণের ওপর বর্বর হামলা অব্যাহত রেখেছে। কিন্তু এরপরও আন্তর্জাতিক সংগঠনগুলোর পক্ষ থেকে কোনো প্রতিক্রিয়া ও প্রতিবাদ জানানো হচ্ছে না। ইয়েমেনে সৌদি বর্বরতা বন্ধে অবিলম্বে আন্তর্জাতিক সমাজের পদক্ষেপ দাবি করেছে হিজবুল্লাহ।

গত রোববার হাজ্জাহ প্রদেশের কুশার এলাকায় ব্যাপক হামলা চালিয়েছে সৌদি নেতৃত্বাধীন জোট। এর ফলে কমপক্ষে ৩০ জন বেসামরিক নিহত হয়েছে।

২০১৫ সাল থেকে দরিদ্র দেশ ইয়েমেনের ওপর আগ্রাসন চালিয়ে আসছে সৌদি আরব। আর এতে সমর্থন ও সহযোগিতা দিচ্ছে যুক্তরাষ্ট্র ও ব্রিটেনসহ পাশ্চাত্য এবং আঞ্চলিক কয়েকটি দেশ।

Bootstrap Image Preview