Bootstrap Image Preview
ঢাকা, ২৮ রবিবার, এপ্রিল ২০২৪ | ১৫ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

ওপেন হাউজ ডে’র অনুষ্ঠানজুড়ে মাদক ব্যবসা নিয়ে আলোচনা

সাখাওয়াত হোসেন সানি, শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি:
প্রকাশিত: ১২ মার্চ ২০১৯, ০৬:০৩ PM
আপডেট: ১২ মার্চ ২০১৯, ০৬:০৩ PM

bdmorning Image Preview


গাজীপুরের শ্রীপুরে ওপেন হাউজ ডে'র অনুষ্ঠানের বেশিরভাগ সময় মাদক ব্যবসা নিয়েই আলোচনা করেছেন বিভিন্ন কমিউনিটির প্রতিনিধিরা। শ্রীপুর থানার মাদক তথা ইয়াবা ব্যবসা নিয়ন্ত্রণে খুব একটা উন্নতি হয়নি তবে, এ ব্যবসায়ের ধরণ পাল্টেছে বলে দাবি করেন তারা।

মঙ্গলবার (১২ মার্চ) বেলা ১১টায় দুপুর পর্যন্ত গাজীপুর শ্রীপুর থানা কম্পাউন্ডে ওপেন হাউজ ডে অনুষ্ঠিত হয়।

শ্রীপুর পৌর ৭ নং ওয়ার্ডের আওয়ামী লীগ নেতা উমেদ আলী বলেন, ইয়াবা ও মাদক ব্যবসা কমেনি কিন্তু ব্যবসায়ের ধরণ পরিবর্তন হয়েছে। ওই ওয়ার্ডের জংলাপাড়া এলাকায় মাদক ব্যবসা আগের মতোই চলছে তবে ব্যবসায়ীরা তাদের কৌশল পরিবর্তন করেছে। তারা পরিস্থিতি অনুযায়ী মিষ্টির প্যাকেট, কাগজের ফাইল, ভ্রমণ ব্যাগ ব্যবহার করে মাদক ব্যবসা করছে। একই রকম বক্তব্য দেন মাওনা চৌরাস্তা ব্যবসায়ী মালিক কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক সফিকুল ইসলাম মোড়ল।

গোসিঙ্গা ইউনিয়নের লতিফপুর গ্রামের বাসিন্দা খোরশেদ আলম রফিক বলেন, এলাকায় মাদক ব্যবসায়ের পাশাপাশি পুরুষ নির্যাতনও রয়েছে। নানা চরিত্রের নারী দিয়ে পুরুষদের নামে বিভিন্ন মিথ্যা মামলার প্রবণতার কথা উল্লেখ করেন।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাবেদুল ইসলামের সঞ্চালনায় গাজীপুরের পুলিশ সুপার শাসুন্নাহার বলেন, শিল্প প্রতিষ্ঠানে যারা ব্যবসা করেন তাদের ব্যবসা জবরদখলের অনেক অভিযোগ পেয়েছি। হুঁশিয়ার করে দিতে চাই, আপনারা নির্বিঘ্নে ব্যবসা করবেন। যার সাথে যার খুশি তার সাথে সে ব্যবসা করবেন। যে কারখানা মালিক যাকে পছন্দ করবেন, যার সাথে সুবিধা হয় তার সাথেই ব্যবসা করবেন। এসব ক্ষেত্রে কোনো চাপ প্রয়োগ করা হলে অন্য কারও কাছে না গিয়ে আমার কাছে বলবেন। এ ক্ষেত্রে কোনো চাপ বরদাশত করা হবে না। কোনো প্রভাবশালী বাধাগ্রস্ত করলে অসম্মানিত হবেন। তিনি এ বিষয়ে মাদক ব্যবসায়ের পাশাপাশি আপনারা জমি জবর দখলের কথা বলবেন। সকল প্রকার দুর্নীতির বিষয়েও আমরা দেখব। কাউকে ছাড় দেয়া হবে না।

অনুষ্ঠানে অতিরিক্ত পুলিশ সুপার শহীদুল ইসলাম, শ্রীপুর মুক্তিযোদ্ধা রহমত আলী সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ নূরুন্নবী আকন্দ, বরমী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শামসুল হক বাদল সরকার, গোসিঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. শাহজাহান সরকার, শ্রীপুর রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক কাজী আক্তার হোসেন উপস্থিত ছিলেন।

Bootstrap Image Preview