Bootstrap Image Preview
ঢাকা, ২৯ সোমবার, এপ্রিল ২০২৪ | ১৬ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

ডাকসু নির্বাচন ঘিরে ছাত্রলীগের আন্দোলন বন্ধের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১২ মার্চ ২০১৯, ০৩:৩৪ PM
আপডেট: ১২ মার্চ ২০১৯, ০৩:৩৫ PM

bdmorning Image Preview
সংগৃহীত ছবি


রাজপথ থেকে ছাত্র লীগের নেতা-কর্মীদের সরে যাওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেছেন, ভোট হয়েছে। শিক্ষার্থীরা যাকে ভোট দিয়েছে, সে-ই নির্বাচিত হয়েছে। এটা নিয়ে আন্দোলন কিংবা হৈ চৈ করে পরিস্থিতি অন্যদিকে নেওয়াটা অর্থহীন।

সোমবার (১২ মার্চ) সকালে একনেকের বৈঠক শেষে দলের সিনিয়র নেতাদের সঙ্গে অনির্ধারিত আলোচনায় এ নির্দেশ দেন প্রধানমন্ত্রী। 

সূত্র থেকে জানা যায়, এ সময় তিনি বলেন ডাকসু নির্বাচনের ফলাফল নিয়ে ছাত্রলীগের বিক্ষোভ করা ঠিক হচ্ছে না।

প্রধানমনন্ত্রী বলেছেন, ভোট নিয়ে যদি আপত্তি থেকে থাকে, সেই আপত্তি প্রকাশের নিয়মতান্ত্রিক পথ রয়েছে। সেই নিয়ম অনুসরণ করেই অভিযোগ জানাতে হবে।

তিনি বলেন, কিন্তু সেটা না করে উপাচার্যের বাসভবন ঘেরাও এবং বিশ্ববিদ্যালয় বন্ধ করে শিক্ষার পরিবেশ নষ্ট করাটা অর্থহীন।

প্রসঙ্গত, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে সহ-সভাপতি (ভিপি) নির্বাচিত হয়েছেন কোটা সংস্কার আন্দোলনের নেতা নুরুল হক নুরু। তিনি পেয়েছেন ১১ হাজার ৬২ ভোট।

তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রলীগ সভাপতি রেজওয়ানুল হক চৌধুরী শোভন পেয়েছেন ৯ হাজার ১২৯ ভোট। এছাড়া সাধারণ সম্পাদক (জিএস) পদে ছাত্রলীগের সাধারণ সম্পাদক গোলাম রাব্বানী ও সহ-সাধারণ সম্পাদক (এজিএস) পদে ঢাবি শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাদ্দাম হোসাইন নির্বাচিত হয়েছেন।

Bootstrap Image Preview