Bootstrap Image Preview
ঢাকা, ২৯ সোমবার, এপ্রিল ২০২৪ | ১৬ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

এবার এক দাবিতে আন্দোলন করছে ছাত্রলীগ-ছাত্রদল!

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১২ মার্চ ২০১৯, ০৩:২৬ PM
আপডেট: ১২ মার্চ ২০১৯, ০৩:২৬ PM

bdmorning Image Preview


দীর্ঘ ২৮ বছর পর গতকাল (১১ মার্চ) অনুষ্ঠিত হয়ে গেল ডাকসু নির্বাচন। আর এই নির্বাচন শুরু হওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই কারচুপির অভিযোগে এনে সরকার দলীয় ছাত্র সংগঠন ছাত্রলীগ ছাড়া ভোট বর্জন করে সকল ছাত্র সংগঠন। সোমবার গভীর রাতে থেকেপুনরায় ভিপি নির্বাচনের দাবিতে ভিসির বাসভবনের সামনে আন্দোলন করছে ছাত্রলীগ।

আজ মঙ্গলবার (১২ মার্চ) সকাল থেকেই ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করছে ছাত্রদল। আর লক্ষ্য করা যায় ছাত্রলীগ ও ছাত্রদল স্ব স্ব ক্ষেত্রে কার্যত একই দাবি করছে। উভয়পক্ষই পুনঃনির্বাচনের দাবিতে আন্দোলন করছে।

এর আগে ফলাফল ঘোষণার পরই ডাকসুর ভিপি নির্বাচিত নূরুল হক নূরকে বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কারের দাবি জানিয়ে জিএস পদে বিজয়ী কেন্দ্রীয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক গোলাম রাব্বানী বলেন, সাধারণ শিক্ষার্থীদের ইমোশনকে ব্যবহার করে রোকেয়া হলের প্রভোস্টের উপর হামলা চালিয়েছে। সাধারণ শিক্ষার্থীরা মামলা করেছে। আমরা ব্যবস্থা নেওয়ার দাবি জানাই। প্রতিক্রিয়াশীল গোষ্ঠী নিষিদ্ধ। আমরা এই ভোট পুনর্বিবেচনার দাবি জানাচ্ছি।

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সহসভাপতি (ভিপি) পদে নুরুল হক ও সাধারণ সম্পাদক (জিএস) পদে গোলাম রাব্বানী নির্বাচিত হয়েছেন। বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে সোমবার দিবাগত রাত সাড়ে তিনটার দিকে উপাচার্য ও ডাকসুর সভাপতি মো. আখতারুজ্জামান এই ফলাফল ঘোষণা করেন। নুরুল হক কোটা সংস্কার আন্দোলনকারীদের নেতা হিসেবে পরিচিত। তিনি সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ থেকে নির্বাচন করেন। অন্যদিকে জিএস পদে নির্বাচিত গোলাম রাব্বানী বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক।

উল্লেখ্য, ঘোষিত ফলাফল অনুসারে ২৫ হাজারের কিছু বেশি ভোট প্রয়োগ হয়েছে। যা মোট ভোটারের ৫৯ শতাংশ। ভিপি পদে নুরুল হক পান ১১ হাজার ৬২ ভোট। এই নির্বাচনে মোট ভোটারের সংখ্যা ছিল ৪৩ হাজার ২৫৫ জন।

Bootstrap Image Preview