Bootstrap Image Preview
ঢাকা, ০৮ বুধবার, মে ২০২৪ | ২৫ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

রাতে জুভেন্টাসের কোয়াটারে উঠার কঠিন লড়াই

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১২ মার্চ ২০১৯, ০১:০২ PM
আপডেট: ১২ মার্চ ২০১৯, ০২:৪৯ PM

bdmorning Image Preview


মঙ্গলবার রাতে ‘ডু-অর-ডাই’ পরিস্থিতিতে চ্যাম্পিয়ন্স লিগের দ্বিতীয় লেগে আতলেতিকো দে মাদ্রিদের বিরুদ্ধে মাঠে নামছে জুভেন্টাস। প্রথম লেগে দুই গোলে স্পেনে হারের পর রাতের ম্যাচে রোনালদোদের ৩ গোলে জয় ছাড়া কোয়াটারে জায়গা করে নেওয়ার বিকল্প কোনো পথ নেই। জুভেন্টাস বনাম আতলেতিকো দে মাদ্রিদ (রাত ১.৩০)। সরাসরি সোনি টেন টু চ্যানেলে। 

রাতের ম্যাচে জুভেন্টাসের সামনে সব বড় সমস্যা হচ্ছে তাদেরকে এমন একটি দলের বিপক্ষে অন্তত দুই গোল করতে হবে যারা মূলত শক্তিশালী রক্ষণভাগের জন্য বিখ্যাত। দিয়েগো সিমিওনের এ্যাথলেটিকো বর্তমানে লা লিগায় দ্বিতীয় স্থানে রয়েছে। এ পর্যন্ত লিগে তারা মাত্র পাঁচ গোল হজম করেছে।

এ্যাথলেটিকোর বিপক্ষে ক্যারিয়ারে ২২ গোল করা রোনাল্ডো বলেছেন, ‘সবাই জানে তারা অত্যন্ত শক্তিশালী দল। তারা নিজেদের দারুনভাবে রক্ষা করতে পারে। ম্যাচে তারা অনেক বেশী ঝুঁকি নেয় ও কাউন্টার এ্যাটাকে খেলতে পছন্দ করে। কিন্তু আমরাও প্রস্তুত। তাদের হারানোর জন্য সম্ভাব্য সবকিছুই আমরা করবো। ম্যাচ জিতে কোয়ার্টার ফাইনালে যাওয়াই আমাদের একমাত্র লক্ষ্য।’

রোনাল্ডোর এই বার্তার পরেই জুভেন্টাস সমর্থক ও ফুটবলাররা রীতিমতো ফুটছেন মাঠে নেমে জবাব দেওয়ার জন্য। এমনিতেই ঘরের মাঠে জুভেন্টাসের জয়ের সাম্প্রতিক পরিসংখ্যান উল্লেখ করার মতো। শেষ ১৮টি ম্যাচের মধ্যে ১৫টি ম্যাচেই জিতেছে জুভেন্টাস। হার একটি ম্যাচে।

কিন্তু এই মুহূর্তে লা লিগার সেরা রক্ষণ আতলেতিকো দে মাদ্রিদের। তাই লড়াইটা গ্রিজ়ম্যানদের রক্ষণের সঙ্গে রোনাল্ডো-পাওলো দিবালাদের  আক্রমণের।

কার্ড সমস্যায় এই ম্যাচে নেই আতলেতিকো দে মাদ্রিদের দিয়েগো কোস্তা। চোটের কারণে অনিশ্চিত ফিলিপে লুইস। অন্য দিকে কার্ড ও চোট সমস্যায় জুভেন্টাস পাবে না অ্যালেক্স সান্দ্রো ও স্যামি খেদিরাকে। অনিশ্চিত দি’সিগলিয়ো, বারজ়াগলি।

চ্যাম্পিয়ন্স লিগে এই দু’দলের সম্মুখসমরে জুভেন্টাস পিছিয়ে ০-২। যদিও রোনালদো এই পরিসংখ্যান মাথায় রাখতে নারাজ। তিনি বলছেন, ‘‘গোল করতে ভালবাসি। আমার সাফল্যের কোনও গোপন রাস্তা নেই। ফুটবলের প্রতি ভালবাসা ও নিষ্ঠাই আমাকে এগিয়ে নিয়ে যায়। জানি, বিপক্ষের রক্ষণ ও প্রতি-আক্রমণ শক্তিশালী। কিন্তু আমরা তা অতিক্রম করেই জিততে আত্মবিশ্বাসী।

Bootstrap Image Preview