Bootstrap Image Preview
ঢাকা, ০৩ শুক্রবার, মে ২০২৪ | ১৯ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

শ্বশুরবাড়ির নির্যাতনে ৫ মাসের অন্তঃসত্ত্বার গর্ভপাত

ডিমলা (নীলফামারী) প্রতিনিধি
প্রকাশিত: ১১ মার্চ ২০১৯, ০৯:২৯ PM
আপডেট: ১১ মার্চ ২০১৯, ০৯:২৯ PM

bdmorning Image Preview


নীলফামারীর ডিমলায় যৌতুকের টাকা না পেয়ে স্বামীর পরিবারের সদস্যদের নির্যাতনের কারণে ৫ মাসের অন্তঃসত্ত্বা এক গৃহবধূর গর্ভপাত ঘটেছে।

সোমবার (১১ র্মাচ) ভোরে উপজেলার ঝুনাগাছ চাপানি ইউনিয়নের দক্ষিণ সোনাখলি গ্রামে এ ঘটনা ঘটে।

জানা গেছে, ২০১৭ সালে পঞ্চগড় জেলার বোদা উপজেলার তিতোপাড়া গ্রামের আব্দুল হাইয়ের কন্যা চম্পা আক্তার সাথীকে (২৫) নীলফামারী জেলার ডিমলা উপজেলার সোনাখলি গ্রামের আমিনুর রহমানের পুত্র নাজমুল হুদা (২৭) প্রেমঘটিত কারণে রংপুর জজ কোটের নোটারী পাবলিকের মাধ্যমে বিয়ে করে। এরপর নাজমুল সাথীকে স্ত্রীর পরিচয় দিয়ে বিভিন্ন স্থানে বাসা ভাড়া নিয়ে থাকত। এভাবে নাজমুল দীর্ঘদিন সাথীর সাথে দৈহিক মেলামেশার এক পর্যায়ে সাথী ৫ মাসের গর্ভবর্তী হয়ে পরে।

গত বৃহস্পতিবার (৭ র্মাচ)  বিকাল ৪টায় সাথী তার স্বামী নাজমুল হুদার বাড়িতে গেলে তার কাছ থেকে ৭ লক্ষ টাকা যৌতুক দাবি করা হয়। সাথী যৌতুক দিতে অপারগতা প্রকাশ করলে নাজমুলসহ তার বাবা আমিনুর রহমান ও মা নাজলি বেগমসহ পরিবারের অন্যান্য সদস্যরা মিলে সাথীকে বেধরক মারধর করে বাড়ি হতে বের করে দেয়।

ঘটনাস্থল থেকে এলাকাবাসী সাথীকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে ওই রাতেই ডিমলা হাসপাতালে ভর্তি করে। স্বামীর পরিবারের নির্যাতনে হাসপাতালে চিকিৎসাধীন সাথীর যৌনপথ দিয়ে অতিরিক্ত রক্তক্ষরণ হয়।

এর একপর্যায়ে সোমবার (১১ মার্চ) ভোর ৫টায় চম্পা আক্তার সাথীর গর্ভপাত ঘটে। এ ব্যাপারে চম্পা আক্তার সাথী বাদী হয়ে ডিমলা থানায় একটি অভিযোগ দাখিল করছে।

ডিমলা থানার ওসি মফিজ উদ্দিন শেখ ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

Bootstrap Image Preview