Bootstrap Image Preview
ঢাকা, ১৪ মঙ্গলবার, মে ২০২৪ | ৩১ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

নোবিপ্রবি’তে শিবির সন্দেহে ৪ জন আটক

সাফউয়ান উল্লাহ্, নোবিপ্রবি প্রতিনিধি
প্রকাশিত: ১১ মার্চ ২০১৯, ০৯:০২ PM
আপডেট: ১১ মার্চ ২০১৯, ০৯:০২ PM

bdmorning Image Preview


নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে শিবির সন্দেহে চারজনকে আটক করা হয়েছে।

আজ সোমবার (১১ মার্চ) দুপুরে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের কর্মী জাহিদ হাসান শুভ’র নেতৃত্বে তাদের আটক করে ভাষা শহীদ আব্দুস সালাম হলে রাখা হয়।

আটককৃতরা হলেন ব্যবসায় প্রশাসনের ১১তম ব্যাচের শাকিব রহমান, বিশ্ববিদ্যালয়ের ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেমস বিভাগের ১৩তম ব্যাচের শিক্ষার্থী মো. সোলাইমান, মিনহাজ, এবং ইংরেজি ভাষা ও সাহিত্য বিভাগের ১৩তম ব্যাচের আব্দুল করিম সুমন।

জিজ্ঞাসাবাদ করার পর তাদেরকে বিশ্ববিদ্যালয় প্রশাসনের হাতে তুলে দেয়া হয়। পরে বিষয়টি নিয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর, আব্দুস সালাম হলের প্রভোস্ট ড.গাজী মোহাম্মদ মহসীন এবং সুধারামপুর থানা পুলিশ এক বৈঠকে বসেন। বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী আটকৃতরা ভবিষ্যতে যাতে এ ধরণের সংগঠনের সাথে জড়িত না থাকে এ মর্মে লিখিত বিবরণী নেয়া হয় এবং তাদের যাবতীয় তথ্য নেয়া হয়।

বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের কর্মী জাহিদ হাসান শুভ বলেন, সরকার বিরোধী মন্তব্য এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে কর্মকাণ্ডের জন্য এদের ধরা হয় এবং এরা শিবিরের কর্মী বলে স্বীকার করে।

ভাষা শহীদ আব্দুস সালাম হলের প্রাধ্যক্ষ ড. গাজী মোহাম্মদ মহসীন বলেন, অসাম্প্রদায়িক বিশ্ববিদ্যালয় গড়তে দেশ বিরোধী কর্মকাণ্ডেকে প্রতিহত করতে বিশ্ববিদ্যালয় প্রশাসন সদা প্রস্তুত।

Bootstrap Image Preview