Bootstrap Image Preview
ঢাকা, ০৬ সোমবার, মে ২০২৪ | ২২ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ তুলে কাঁদলেন ঢাবি ছাত্রী

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১১ মার্চ ২০১৯, ০৫:৪৯ PM
আপডেট: ১১ মার্চ ২০১৯, ০৫:৪৯ PM

bdmorning Image Preview


ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ নির্বাচনে কুয়েত মৈত্রী হলে অনিয়মের ঘটনায় শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ তুলে এক শিক্ষার্থীকে কাঁদতে দেখা গেছে। এই ছাত্রী বলেন, ‘কোনো শিক্ষক যদি এমন হয়, তার কাছ থেকে আমরা কী শিক্ষা পাব?’

এর আগে সোমবার সকাল ৮টায় ভোটগ্রহণ শুরু হওয়ার পরই বাক্সভর্তি ব্যালট উদ্ধার করে ছাত্রীরা।

কুয়েত-মৈত্রী হলে ভোটের আগে খালি ব্যালট বাক্স না দেখানোর কারণে বিক্ষোভের মুখে সকাল ৯টায় ভোট স্থগিত করা হয়।

মৈত্রী হলের ভোটগ্রহণ স্থগিত এবং প্রভোস্টকে বরখাস্তের দাবিতে প্রো-ভিসি অধ্যাপক ড. আব্দুস সামাদ ও প্রক্টর এ কে এম গোলাম রব্বানীকে অবরুদ্ধ করে শিক্ষার্থীরা। এসময় শিক্ষার্থীরা প্রো-ভিসির প্রাইভেটকারটি জাল ভোটের ব্যালট দিয়ে ঢেকে দেয়।

অভিযোগের পরিপ্রেক্ষিতে কুয়েত মৈত্রী হলে অনিয়মের কারণে হলের প্রাধ্যক্ষ শবনম জাহানকে অব্যাহতি দেওয়া হয়। নতুন প্রাধ্যক্ষ করা হয়েছে ডিজাস্টার ম্যানেজমেন্ট ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক মাহবুবা নাসরিনকে। এই হলে তিন ঘণ্টা ভোট গ্রহণ স্থগিত থাকার পর আবার চালু হয়।

এ ঘটনায় বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন ) অধ্যাপক ড. মুহাম্মদ সামাদকে আহ্বায়ক করে চার সদস্যবিশিষ্ট একটি তথ্যানুসন্ধান কমিটি গঠন করা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে ডাকসু নির্বাচনের প্রধান রিটার্নিং কর্মকর্তা অধ্যাপক ড. এস এম মাহফুজুর রহমান জানান, এই কেন্দ্রে বেলা ১১টা ১০ মিনিট থেকে নতুন করে ভোটগ্রহণ শুরু হয়েছে। ভোটগ্রহণ চলবে বিকেল ৫টা ১০ মিনিট পর্যন্ত।

এদিকে, সকাল থেকে শুরু হওয়া নির্বাচনে অনিয়মের অভিযোগে ভোট বর্জন করে পুনর্নির্বাচনের দাবি জানিয়েছেন ছাত্রলীগ ছাড়া প্রায় সব সংগঠন ও স্বতন্ত্র প্রার্থীরা।

দীর্ঘ ২৮ বছর ১০ মাস পর বহুল আলোচিত ডাকসু নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। বিভিন্ন ছাত্রসংগঠনের প্যানেল ও স্বতন্ত্র অবস্থান থেকে সহসভাপতি (ভিপি) পদে লড়ছেন ২১ জন শিক্ষার্থী। সাধারণ সম্পাদক (জিএস) পদে প্রার্থী হয়েছেন ১৪ জন।

Bootstrap Image Preview