Bootstrap Image Preview
ঢাকা, ১৫ বুধবার, মে ২০২৪ | ১ জ্যৈষ্ঠ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

রাবিতে দুই বাংলার লিটলম্যাগ কর্মীদের সম্মিলন শুরু

রাবি প্রতিনিধি:
প্রকাশিত: ১১ মার্চ ২০১৯, ০৫:৪৯ PM
আপডেট: ১১ মার্চ ২০১৯, ০৫:৪৯ PM

bdmorning Image Preview


রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) দুই দিনব্যাপী দুই বাংলার লিটলম্যাগ কর্মীদের সম্মিলন ‘চিহ্নমেলা চিরায়তবাংলা’ আজ থেকে শুরু হয়েছে। সম্মিলনের উদ্বোধন করেন উপমহাদেশের প্রখ্যাত কথাসাহিত্যিক হাসান আজিজুল হক।

সোমবার (১১ মার্চ) সকালে বিশ্ববিদ্যালয়ের শহীদুল্লাহ কলাভবনের সামনে সম্মিলনের উদ্বোধন করা হয়। উদ্বোধন শেষে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় সম্মিলন প্রাঙ্গণে গিয়ে শেষ হয়।

এ দিন রবীন্দ্র-তর্পণ, ডিজিটাল বাংলাদেশে বাঙালির সাহিত্য বিষয়ক আলোচনা, ছোট প্রকাশনা: সম্ভাবনা ও সমস্যা, গ্রন্থের পাঠ উন্মোচন, কথাশিল্পী দেবেশ রায়ের বক্তৃতা, বিবর্তনের আলোয় সংগ্রহের ইতিহাস-১ শীর্ষক বিশেষ প্রদর্শনী অনুষ্ঠিত হয়।

সম্মিলনে ভারতের প্রখ্যাত কথাশিল্পী দেবেশ রায়, প্রখ্যাত কবি ও সাহিত্যিক প্রবাল কুমার বসুসহ দুই বাংলার দুই শতাধিক লেখক-কবি অংশ নেন। উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আব্দুস সোবহান, উপ-উপাচার্য অধ্যাপক আনন্দ কুমার সাহা, অধ্যাপক চৌধুরী মো. জাকারিয়া, প্রক্টর অধ্যাপক লুৎফর রহমান, ছাত্র উাপদেষ্টা অধ্যাপক লায়লা আরজুমান বানুসহ প্রমুখ।

ভারতের কথাশিল্পী দেবেশ রায় বলেন, এটা একটা পবিত্রতম মূহুর্ত। ব্যক্তিগতভাবে আমার সমষ্টিগতভাবে দুই বাংলার। পবিত্রতার এই চরম মুহূর্তে নীরবতাই হচ্ছে ভাষা। এই উৎসবে অংশগ্রহণ করে আমি আমার জীবনের চরিতার্থতা খুঁজে পাচ্ছি।

উল্লেখ্য, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছোট কাগজ ‘চিহ্ন’ চতুর্থবারের মতো এ মেলার আয়োজন করেছে। মেলায় বাংলাদেশের ৯৫টি এবং ভারতের ৩০টি বাংলা সাহিত্য বিষয়ক ছোট পত্রিকার সম্পাদক ও বিভিন্ন লেখক, পাঠক অংশগ্রহণ করেছেন। ২০১১ সাল থেকে প্রতি তিন বছর অন্তর এ মেলার আয়োজন করে আসছে তারা।

Bootstrap Image Preview