Bootstrap Image Preview
ঢাকা, ০৩ শুক্রবার, মে ২০২৪ | ২০ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

বেনাপোলে হুন্ডির ১০ লক্ষ টাকাসহ আটক ৪

শহিদুল ইসলাম, বেনাপোল প্রতিনিধি
প্রকাশিত: ১১ মার্চ ২০১৯, ০৪:৩৮ PM
আপডেট: ১১ মার্চ ২০১৯, ০৪:৩৮ PM

bdmorning Image Preview


যশোরের বেনাপোলে হুন্ডির ১০ লক্ষ টাকাসহ চার পাচারকারীকে আটক করেছে বর্ডার গার্ড (বিজিবি) সদস্যরা।

সোমবার (১১ মার্চ) দুপুরে যশোর-বেনাপোল মহসড়কের আমড়াখালি চেকপোস্টে একটি পরিবহন তল্লাশি করে এ হুন্ডির টাকাসহ তাদেরকে আটক করে বিজিবি।

এটককৃতরা হলেন, সাহেব আলি (২৬), পলাশ (৩৫), মহিবুর রহমান (৩৬) ও শিপন দাস (৩৮)। আটক সাহেব আলী শার্শা বালুন্ডা গ্রামের মৃত ইনছার আলীর ছেলে, পলাশ মাদারীপুর আদমপুর গ্রামের শামছুউদ্দিন ফকিরের ছেলে, শিপন দাস বরিশাল কলস গ্রামের মন্টু লাল দাসের পুত্র ও মহিবুর শার্শার আমড়াখালী গ্রামের হযরত আলীর পুত্র বলে জানান বিজিবি সদস্যরা।

৪৯-বিজিবির বেনাপোলের বিএসবির হাবিলার রেজাউল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পেরে বেনাপোল আমড়াখালী নামক চেকপোস্ট থেকে এমএম পরিবহন থেকে দুই জন, অপরদিকে মোটরসাইকেল থেকে দুই জনকে আটক করা হয়৷ পরে তাদের চার জনের শরীরের তল্লাশি করে যথাক্রমে ছয় লাখ ও চার লাখ টাকা মোট বাংলাদেশি ১০ লাখ টাকা উদ্ধার করা হয়।

উদ্ধারকৃত টাকা ও মোটরসাইকেলসহ আসামিদের হুন্ডি পাচার আইনে মামলা দিয়ে বেনাপোল পোর্ট থানায় হস্থান্তর করা হবে বলে জানান ওই কর্মকর্তা।

Bootstrap Image Preview