Bootstrap Image Preview
ঢাকা, ০৭ মঙ্গলবার, মে ২০২৪ | ২৪ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

ম্যানইউয়ের পথে কুতিনহো

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১১ মার্চ ২০১৯, ০৩:৫৫ PM
আপডেট: ১১ মার্চ ২০১৯, ০৩:৫৫ PM

bdmorning Image Preview


২০১৮-য়ে রেকর্ড অর্থে লিভারপুল থেকে কুতিনহোকে দলে নেয় বার্সেলোনা। প্রথম শুরুতে বার্সেলোনায় বেশ নজর কাড়েন তিনি। বার্সায় তাঁকে আগামীদিনের তারকা ভাবা হচ্ছিল। কিন্তু সেই কুতিনহো এই মুহূর্তে বার্সার রীতিমতো গলার কাটা হয়ে উঠেছেন।

কারণ বার্সা তাঁকে যে ভাবে দলে চেয়েছিল সে ভাবে পায়নি। অর্থাত্‍ বার্সেলোনার স্টাইলে নিজেকে মেলে ধরতে ব্যর্থ হয়েছেন তিনি। একইসঙ্গে চোট আঘাত এবং ধারাবাহিকতার অভাবও স্পষ্ট। ফলে তাঁকে বিক্রি করতে চায় বার্সা। এই নিয়ে খবরও কম হয়নি।

চলতি সপ্তাহে লিগের ম্যাচে রায়ো ভায়েকানোর বিরুদ্ধে ঘরের মাঠেও তেমন নজর কাড়তে পারেননি তিনি। তাঁর পারফরমেন্স হতাশ বার্সা সমর্থকরাও।

এই প্রসঙ্গে ক্লাবে তাঁর সতীর্থ জেরার্ড পিকে জানান, 'দর্শকাসন থেকে কুতিনহোকে বিরুদ্ধে শিস দেওয়া? সমর্থকদের এই প্রতিক্রিয়া গ্রহণ করতে হবে। তবে আমরা সতীর্থ হিসাবে সবসময় ওকে সাপোর্ট করি। কারণ ওর সেরা ফর্মে আমাদের ওকে চাই'।

ব্রিটিশ সংবাদ মাধ্যমে শোনা যাচ্ছে, কুতিনহো নাকি ম্যানচেষ্টার ইউনাইটেডের সঙ্গে কথা বলেছেন। কারণ কুতিনহো নিজেও যতসম্ভব চান বার্সা ছাড়তে। যার কারণ প্রথম দলের নিয়মিত খেলতে চান। তিনি না কি ইপিএলকেও খুব মিস করছেন।

তবে প্রাক্তন ক্লাব লিভারপুলে না গিয়ে ম্যানইউ তিনি যেতে চান, কারণ তাঁর মতে লিভারপুল হয়তো তাঁকে স্বাগত জানাবে না।

Bootstrap Image Preview