Bootstrap Image Preview
ঢাকা, ২৯ সোমবার, এপ্রিল ২০২৪ | ১৫ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

সাধারণ শিক্ষার্থীদের তোপের মুখে রিটার্নিং কর্মকর্তা

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১১ মার্চ ২০১৯, ০৩:০৬ PM
আপডেট: ১১ মার্চ ২০১৯, ০৩:০৬ PM

bdmorning Image Preview


নির্বাচনে নানা অনিয়ম ও ভোট কারচুপির অভিযোহে সাধারণ শিক্ষার্থীদের তোপের মুখে পড়েছেন চিফ রিটার্নিং কর্মকর্তা অধ্যাপক এস এম মাহফুজুর রহমান। পরে তিনজন শিক্ষার্থী তাকে সেখান থেকে উদ্ধার করে নিয়ে যায়।

সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে বিশ্ববিদ্যালেয়ের রোকেয়া হলের একটি কক্ষ থেকে ব্যালট বাক্স উদ্ধারের ঘটনায় ওই কেন্দ্রে ভোটগ্রহণ স্থগিত হয়। এরপর হলে সংবাদ সম্মেলন শেষে বের হওয়ার পথে সাধারণ শিক্ষার্থীদের তোপের মুখে পরেন চিফ রিটার্নিং কর্মকর্তা।

জানা গেছে ভোট কেন্দ্র থেকে বের হওয়ার পথে হলের ছাত্রীরা মাহফুজুর রহমানকে দেখে ভোট চোর, ভুয়া ভুয়া, যোচ্চোর ও দালাল বলে চিৎকার করতে থাকে। এরপর হলের বাইরে আসার পর সাধারণ শিক্ষার্থীরা তার পিছে হাঁটতে হাঁটতে একই শ্লোগান দিতে থাকে। এরপর রোকেয়া হল থেকে কলা ভবন পর্যন্ত শিক্ষার্থীরা তার পিছনে শ্লোগান দিতে দিতে হাঁটতে থাকে। পথে কয়েকজন ছাত্র মাহফুজুর রহমানের গায়ের ওপর এসে পড়ে। সেখান থেকে কলাভবনে এসে তিনি একটি রুমে আশ্রয় নেন।

এদিকে রোকেয়া হলে দুপুর ৩ টা পর্যন্ত ভোটগ্রহণ স্থগিত করা হয়েছে। ডাকসু নির্বাচনের চিফ রিটানিং অফিসার অধ্যাপক মাহফুজুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। দুপুর ৩ টার পর আবার ভোট গ্রহণ শুরু হবে। তবে কতক্ষণ ভোট চলবে তা জানা যায় নি।  এদিকে হল থেকে বের হয়ে শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল করে।

এছাড়ও সকাল থেকে বেগম রোকেয়া হলে শিক্ষার্থীদের বিক্ষোভে ভোট গ্রহণ বন্ধ হয়ে যায় এবং ভোট কারচুপির অভিযোগে শিক্ষার্থীরা বিক্ষোভ করতে থাকে। এসময় হলের প্রোভস্টের পদত্যাগের দাবিতে স্লোগান দেয়া শিক্ষার্থীরা।

অন্যান্য হলে সকাল ৮ টায় ভোটগ্রহণ শুরু হলেও রোকেয়া হলে এক ঘণ্টা দেরিতে ভোটগ্রহণ শুরু হয়। এসময় একাধিক প্রার্থী অভিযোগ করে যে তিনটি ব্যালট বাক্স সরিয়ে ফেলা হয়েছে।

Bootstrap Image Preview