Bootstrap Image Preview
ঢাকা, ১২ রবিবার, মে ২০২৪ | ২৮ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

শেরপুরে ভুট্টার বাম্পার ফলন, কৃষকের মুখে হাসি

সৌরভ অধিকারী শুভ, শেরপুর (বগুড়া) প্রতিনিধিঃ
প্রকাশিত: ১১ মার্চ ২০১৯, ০২:০০ PM
আপডেট: ১১ মার্চ ২০১৯, ০২:০০ PM

bdmorning Image Preview


বগুড়ার শেরপুরের ধুনটমোড় থেকে ৪ কিলোমিটার পূর্ব দিকে গেলেই শালফা গ্রাম। এই গ্রামের মধ্য দিয়ে ধুনট ও সিরাজগঞ্জ জেলার কাজিপুর উপজেলা যাওয়ার সড়ক। সড়কের দু'পাশে তাকালে দেখা যায় শুধু ভুট্টা আর ভুট্টা। এই দৃশ্য যেন সকলের নজর কাড়ে। 

ভুট্টার চাষ ক্ষেতে এই শালফা গ্রামের কৃষকের মুখে এখন হাসি ফুটে উঠেছে। কারণ অন্যান্য ফসলের তুলনায় ভুট্টা চাষে কম পরিশ্রম ও ফলন ভাল হওয়ায় তারা অর্থের মুখ দেখতে শুরু করেছে। আর বার বার ভুট্টা চাষ করার আগ্রহ প্রকাশ করছে।

উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদফতর সূত্রে জানা যায়, এ বছর শেরপুর উপজেলায় ভুট্টা চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল ২ হাজার ৫'শ ৮০ হেক্টর জমি। সেই লক্ষ্যমাত্রাকে ছাড়িয়ে অর্জন হয়েছে ২ হাজার ৬'শ ২০ হেক্টর জমি। যার বেশির ভাগ চাষ হয়েছে খানপুর ইউনিয়নের শালফা গ্রামে।

শালফা গ্রামের কৃষক আকিম উদ্দিন, আব্দুল হান্নান, মোজাম্মেল হক, শাহ আলমসহ অনেকেই জানান কম পরিশ্রম, কম ব্যয় ও ফলন ভাল হওয়ায় আমরা ভুট্টা চাষে বেশি আগ্রহী। তাছাড়া অন্যান্য ফসলের চেয়ে ভুট্টা চাষে লাভ অনেক বেশি।

এ ব্যাপারে উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ শারমিন আক্তার বলেন, উপজেলার শালফা গ্রাম অনেকটা নিচু হওয়ায় সেখানে অল্পতেই বন্যা দেখা দেয়। সে কারণে ওই এলাকার জমিতে পলি পরে ভাল। তাই শালফা গ্রামে ভুট্টার ফলন ভাল হয়। তাছাড়া বন্যার কারণে অন্য কোন ফসল চাষ করতে পারে না তারা। তাই এক সিজন ধান, সরিষা আবাদ করে আর বাকি সময়টাতে তারা ভুট্টা চাষ করে আলোর মুখ দেখছে। 
 

Bootstrap Image Preview