Bootstrap Image Preview
ঢাকা, ০৪ শনিবার, মে ২০২৪ | ২১ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

হাতিয়ায় জমি বিরোধের জেরে সন্ত্রাসী হামলা ও লুটপাট, আহত ৫

তাজুল ইসলাম তছলিম, হাতিয়া প্রতিনিধি
প্রকাশিত: ১১ মার্চ ২০১৯, ০১:০২ PM
আপডেট: ১১ মার্চ ২০১৯, ০১:০৮ PM

bdmorning Image Preview


নোয়াখালী দ্বীপ উপজেলা হাতিয়ায় চরকিং ইউনিয়নের আনামিয়া গ্রামে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে সন্ত্রাসীদের হামলায় ৫ জন আহত হয়েছেন। সন্ত্রাসীরা এই সময় ৫ টি বসত ঘরে হামলা ও ভাংচুর করে। আহত ১ জনকে আশংকাজনক অবস্থায় হাতিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করানো হয়েছে।

জানা যায়, চরকিং ইউনিয়নের আনামিয়া গ্রামের মেরালি মিয়ার বাড়ীতে জায়গা নিয়ে মোয়াজ্জম হোসেন ও মনির উদ্দিনের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। এই নিয়ে স্থানীয় ইউনিয়ন পরিষদে একাধিক বার বৈঠক হয়। বৈঠকের সিদ্ধান্ত না মেনে মনির হোসেন ও তার সহযোগীরা সোমবার সকালে মোয়াজ্জম হোসেন ও তার ভাইদের বসত ঘরে হামলা করে মালামালা নিয়ে যায়।

এই সময় তারা মোয়াজ্জম হোসেন ও তার ভাইয়দের ৫ টি ঘর ভাংচুর করে। সন্ত্রাসীদের হামলায় মোয়াজ্জম হোসেন সহ ৫ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে মোয়াজ্জম হোসেনকে হাতিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

এই ব্যাপারে মোয়াজ্জম হোসেন বাদী হয়ে হাতিয়া থানায় একটি মামলা দায়ের করে। 

Bootstrap Image Preview