Bootstrap Image Preview
ঢাকা, ১৭ শুক্রবার, মে ২০২৪ | ৩ জ্যৈষ্ঠ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

হাতের কাছে থাকলেও মোল্লা ওমরকে ধরতে পারেনি মার্কিন সেনারা

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১১ মার্চ ২০১৯, ১২:৫৯ PM
আপডেট: ১১ মার্চ ২০১৯, ১২:৫৯ PM

bdmorning Image Preview


মোল্লা ওমর ছিলেন আফগানিস্তানের শীর্ষ তালেবান নেতা। তাকে ধরিয়ে দেওয়ার জন্য পুরস্কার ঘোষণা করেছিল মার্কিন যুক্তরাষ্ট্র। অথচ স্বাভাবিক মৃত্যুর আগ পর্যন্ত মোল্লা ওমর মার্কিন সেনাদের নাকের ডগাতেই ছিলেন। কিন্তু তাকে কেও  ধরতে  পারেনি। এমন চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে ‘দ্য সিক্রেট লাইফ অব মোল্লা ওমর’ বইটিতে।

বইটি লিখেছেন হল্যান্ডের সাংবাদিক বেট্টে ড্যাম।তালেবান নেতাদের সাক্ষাৎকার নেওয়া ও তাদের ওপর গবেষণার কাজে পাঁচ বছর সময় ব্যয় করে বইটি লিখেছেন ড্যাম।বেট্টে ড্যামের লেখা বইটি গতমাসে ডাচ ভাষায় প্রকাশিত হয়েছে এবং শিগগিরই এর ইংরেজি ভার্সন বাজারে আসবে।

বইটি থেকে জানা যায়, মোল্লা ওমর পাকিস্তানে পালিয়ে গেছেন বলে যুক্তরাষ্ট্র দাবি করে আসলেও তিনি কখনও পাকিস্তানে আত্মগোপন করেননি। বরং তিনি তার নিজ প্রদেশ জাবুলে অবস্থিত একটি বড় মার্কিন সামরিক ঘাঁটি থেকে তিন মাইল দূরে বসবাস করতেন।

উল্লেখ,২০০১ সালের ১১ সেপ্টেম্বরের সন্ত্রাসী হামলার তিন মাসেরও কম সময়ের মধ্যে আফগানিস্তানে তালেবান সরকারকে উৎখাত করে যুক্তরাষ্ট্র। তালেবান সরকারের পতনের পর আত্মগোপনে চলে যান মোল্লা ওমর। পরে  মোল্লা ওমরের মাথার দাম এক কোটি ডলার ঘোষণা করে ওয়াশিংটন। কিন্তু তা সত্ত্বেও মার্কিন সেনাদের নাকের ডগায় অবস্থিত একটি বাড়িতে ১২ বছর অবস্থান করেন মোল্লা ওমর।

Bootstrap Image Preview