Bootstrap Image Preview
ঢাকা, ১৭ শুক্রবার, মে ২০২৪ | ৩ জ্যৈষ্ঠ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

কোহলিকে আউট করার পরিকল্পনা জানালেন ওয়ার্ন

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১১ মার্চ ২০১৯, ১২:৫০ PM
আপডেট: ১১ মার্চ ২০১৯, ১২:৫০ PM

bdmorning Image Preview


বিশ্ব ক্রিকেটের অন্যতম সফল ব্যাটসম্যানদের মধ্যে একজন বিরাট কোহলি। যাকে আউট করা নিয়ে সব সময়ই প্রতিপক্ষ শিবিরের ঘুম হারাম হয়। তবে কোহলিকে আউট করার পরিকল্পনা জানিয়ে দিলেন অস্ট্রেলিয়ান সাবেক লেগ স্পিনার শেন ওয়ার্ন। 

ইংল্যান্ড বিশ্বকাপের ট্রফি জয়ে ভারতের অন্যতম হাতিয়ার বিরাট কোহলি। যিনি ক্রিজে নামলেই রানের ফুলঝুড়ি ছোটান। বিশ্বের বাঘা বাঘা বোলাররাও তার সামনে দেখায় অনেকটা অসহায়। তবে কোহলিকে আউট করার পরিকল্পনা জানালেন শেন ওয়ার্ন। তার মতে কোহলির উইকেট পেতে একটা কাজ করতে হবে, যা দলগুলো খুব একটা করে না। তাকে দুই সাইডে খেলতে দেওয়া যাবে না।’

তিনি বলেন, '‌হয় অন সাইডে আঁটসাঁট ফিল্ডিং সাজিয়ে লেগ স্টাম্পে বোলিং করো। নয়তো অফ সাইডে ফিল্ডার রেখে অফ স্টাম্পের বাইরে বল করে যাও। বিরাটকে স্টাম্প বরাবর আক্রমণাত্মক বোলিং করে যাওয়াটা বোকামি। কারণ ও উইকেটের দু'‌দিকেই সাবলীলভাবে শট নিতে পারে। তাই আমার মতে, একদিক সুরক্ষিত রেখে ঝুঁকি নেওয়াটা বুদ্ধিমানের কাজ। বড় প্লেয়ারদের ক্ষেত্রে এমনটাই করা উচিত।'‌

বোলার ওয়ার্ন ব্যাটসম্যান কোহলিকে কোন লাইনে বোলিং করতেন?‌ এই অসি কিংবদন্তির কথায়, '‌স্লিপ ও শর্ট কভারে ফিল্ডার রেখে আমি বিরাটকে অফ স্টাম্পের বাইরে বল করে যেতাম। ওকে কভার ড্রাইভ মারার জন্য প্রলোভিত করতাম। যাতে মিস হিট হলে ওর উইকেটটা তুলে নেওয়া যায়।'‌

বর্তমানে ওয়ানডে ক্রিকেট ৪১ টি সেঞ্চুরি মালিক বিরাট কোহলি। যার শেষটি এসেছে অস্ট্রেলিয়ার বিপক্ষে তৃতীয় ওয়ানডেতে।

Bootstrap Image Preview