Bootstrap Image Preview
ঢাকা, ১৭ শুক্রবার, মে ২০২৪ | ৩ জ্যৈষ্ঠ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

ড্রয়ের জন্য সাত উইকেট হাতে থাকল বাংলাদেশের

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১১ মার্চ ২০১৯, ১২:০০ PM
আপডেট: ১১ মার্চ ২০১৯, ১২:০০ PM

bdmorning Image Preview


মঙ্গলবার টেস্টের পঞ্চম দিনে নিউজিল্যান্ডের থেকে ১৪০ রান নিয়ে পিছিয়ে থেকে দিন শেষ করল। এই টেস্টে হার বাঁচাতে বাংলাদেশের হাতে আছে সাত উইকেট। ৮০ রানে ৩ উইকেট হারিয়ে দিন শেষ করেছে বাংলাদেশ। 

নিউজিল্যান্ডে ২২১ রানের লিড তাড়া করতে নেমে বাংলাদেশের দ্বিতীয় ইনিংসের ব্যাটিংয়ের শুরুটা মোটেও ভালো হয়নি। প্রথম ইনিংসে ৭৪ রান করা তামিম ইকবাল দ্বিতীয়টি ফেরেন ২ বলে ৪ রান করে।

অন্যদিকে ফাস্ট ডাউনে ব্যাট করতে নেমে ১৯ বলে ১০ রান করে বিদায় নেন মুমিনুল হকও। দুটি উইকেটই তুলে নিয়েছেন ট্রেন্ট বোল্ট। তবে বেশ কয়েকটি স্ট্রোক খেলে আশা দেখাচ্ছিলেন সাদমান ইসলাম।

১৫তম ওভারের তৃতীয় বলে ৪৪ বলে ২৯ রান করা সাদমানকে ফিরেয়ে দেন নিকোলাস হেনরি। এতে ৩ উইকেট হারিয়ে বাংলাদেশের সংগ্রহ  দাঁড়ায় ৫৫ রান।

চতুর্থ উইকেটে মিঠুন ও সৌম্য দিনের বাকিটা সময় পাড় করে দেন। এই জুটিতে ২৫ রান তোলার পর চতুর্থ দিনের খেলার সমাপ্তি হয়। বুধবার মিঠুন ২৫ ও সৌম্য ১২ রান নিয়ে পঞ্চম দিনের খেলা শুরু করবেন। ওয়েলিংটন টেস্ট এখন ড্র করাই একমাত্র চ্যালেঞ্জ টাইগারদের সামনে। সোমবার পঞ্চম দিনে মিঠুন ও সৌম্য জুটিটির উপর অনেক কিছু নির্ভর করছে।

এর আগে বাংলাদেশ তাদের প্রথম ইনিংসে ২১১ রানে অলআউট হয়। জবাবে নিউজিল্যান্ড ৬ উইকেটে ৪৩২ রান তুলে ইনিংস ঘোষণা দিয়েছিল।

Bootstrap Image Preview