Bootstrap Image Preview
ঢাকা, ০৪ শনিবার, মে ২০২৪ | ২১ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

উখিয়ায় অস্ত্রসহ ৩ রোহিঙ্গা ডাকাত আটক

সালাহ উদ্দিন আকাশ, উখিয়া (কক্সবাজার) প্রতিনিধিঃ
প্রকাশিত: ১১ মার্চ ২০১৯, ১১:৫৯ AM
আপডেট: ১১ মার্চ ২০১৯, ১১:৫৯ AM

bdmorning Image Preview


কক্সবাজারের উখিয়ার কুতুপালং ক্যাম্প এলাকায় অভিযান চালিয়ে ৩ রোহিঙ্গা ডাকাতকে আটক করেছে পুলিশ।

রবিবার (১০ মার্চ) সন্ধ্যায় এ অভিযান পরিচালনা করা হয়।

আটকৃতরা হলেন- কুতুপালং ক্যাম্প-৭ এর বাসিন্দা আবুল হোসনের ছেলে নুরুল আমিন, নুরুল হুদার ছেলে আনোয়ার সাদেক ও একই ক্যাম্পের আলী আহম্মদের ছেলে মজিবুর রহমান।

উখিয়া থানার ওসি মো. আবুল খায়ের বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ক্যাম্প ৭ এর আমগাছতলা এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ধারালো দা, কিরিচ ও রামদা উদ্ধার করা হয়।

ওসি বলেন, আটকরা দীর্ঘদিন ধরে তাদের আস্তানায় অস্ত্রগুলো তৈরি করে রোহিঙ্গা সন্ত্রাসী ও অস্ত্রধারীদের কাছে পাচার করে আসছিল। এছাড়া তারা নানা অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে লিপ্ত ছিল। তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়া হবে।

Bootstrap Image Preview