Bootstrap Image Preview
ঢাকা, ২০ সোমবার, মে ২০২৪ | ৫ জ্যৈষ্ঠ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

‘মোদি দেখতে জঙ্গির মতো’

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১১ মার্চ ২০১৯, ১১:১২ AM
আপডেট: ১১ মার্চ ২০১৯, ১১:১২ AM

bdmorning Image Preview


ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে নিয়ে বিতর্কিত মন্তব্য করে সমালোচনার মুখে পড়েছেন কংগ্রেসের সাবেক সাংসদ বিজয়া শান্তি। তিনি বলেন, ‘নরেন্দ্র মোদিকে দেখতে জঙ্গির মতো’

গত শনিবার তেলঙ্গানার সামসাবাদে কংগ্রেসের একটি নির্বাচনী সভা থেকে ‘নরেন্দ্র মোদিকে দেখতে জঙ্গির মতো’ বলে আক্রমণ করে বসেন তিনি। সেটাও বলেছিলেন আবার কংগ্রেস সভাপতি রাহুল গান্ধীর উপস্থিতিতে। বিজয়া শান্তির এই মন্তব্যে ভারতজুড়ে আলোচনার সৃষ্টি করেছে।

বিজয়া শান্তি বলেন, মোদি কখন কোথায় বোমা ফেলবেন তা ভেবে সবাই ভয়ে রয়েছে এখন। তাকে দেখতে জঙ্গির মতো। মানুষকে ভালোবাসার বদলে মানুষকে ভয় দেখাচ্ছেন তিনি। একজন প্রধানমন্ত্রীর কখনও এরকম হওয়া উচিত নয় বলে তিনি মন্তব্য করেন।

কংগ্রেসের নেতা রাহুল গান্ধী গণতন্ত্র বাঁচানোর জন্য লড়ছেন উল্লেখ করে তিনি জানিয়েছেন, সেখানে মোদি একনায়কত্ব কায়েম করতে চান। তিনি আরও পাঁচ বছর শাসন করতে চান দেশকে, কিন্তু দেশের মানুষ তাকে সেই সুযোগ দেবেন না।

প্রত্যুত্তরে টুইটে বিজেপির এক নেতা জানায়, কংগ্রেস এখন পাকিস্তানের জঙ্গিদের জন্য চিন্তা করছে। কংগ্রেসের ওই প্রাক্তন সাংসদ আগে টিআরএস নেত্রী ছিলেন। দল বিরোধী মন্তব্য করার জন্য ২০১৪ সালে তাকে দল থেকে বরখাস্ত করা হয়। পরে তিনি কংগ্রেসে যোগ দেন।

Bootstrap Image Preview