Bootstrap Image Preview
ঢাকা, ১৭ শুক্রবার, মে ২০২৪ | ৩ জ্যৈষ্ঠ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

ডিআরএস-র সিদ্ধান্তে অসন্তুষ্ট কোহলি

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১১ মার্চ ২০১৯, ১১:০৫ AM
আপডেট: ১১ মার্চ ২০১৯, ১১:০৫ AM

bdmorning Image Preview


রবিবার সিরিজের চতুর্থ ওয়ানডেতে ভারতকে হারিয়ে পাঁচ ম্যাচের সিরিজে সমতা ফিরিয়েছে অস্ট্রেলিয়া। ভারেতের দেওয়া ৩৫৮ রানের লক্ষ্য ১৩ বল হাতে রেখেই জয় তুলে নেয় অস্ট্রেলিয়া। এই ম্যাচের ডিআরএসে আম্পায়ারের সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তুলেছেন বিরাট কোহলি। 

চতুর্থ ওয়ানডেতে ভারতের বিপক্ষে ৪৩ বল বলে ৮৪ রানের অপরাজিত এক ইনিংস খেলেন টার্নার। তার এই বিদ্ধোংশি ইনিংসটি মূলত ভারতের পরাজের পেছনে মুক্ষম ভূমিকা নিয়েছিল। কিন্তুু টার্নারের বিপক্ষে আম্পায়ারের দেওয়া সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তুলেছেন কোহলি। 

ইনিংসের ৪৪ তম ওভারে ব্যক্তিগত ৪১ রানে ব্যাট করা টার্নারের বিরুদ্ধে কট বিহাইন্ড এর আবেদন জানায় ভারত৷ ডিআরএস-এর সাহায্য নিলেও ছবিটা স্পষ্ট হয়নি৷ স্নিকো মিটারে দেখা যায় বল টার্নারের ব্যাটের কানা নিয়েছে৷ অথচ তৃতীয় আম্পায়ার তাঁকে নটআউট ঘোষণা করেন৷ বিরাট রীতিমতো বিস্ময়ের ভঙ্গিতে আম্পায়ারের সঙ্গে এই নিয়ে কথাও বলেন৷

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিরাট ডিআরএস-এর ধারাবিহকতা নিয়ে প্রশ্ন তুলে কোহলি বলেন, ‘আমাদের ফিল্ডিং মোটেও ভালো হয়নি৷ সুযোগগুলো কাজে লাগানো উচিত ছিল আমাদের৷ তবে ডিআরএসের সিদ্ধান্তটাও (টার্নারকে নটআউট দেওয়া) আমাদের সবাইকে অবাক করে৷ প্রতি ম্যাচেই ডিআরএস নিয়ে কথা উঠছে৷ এটা মোটেও ধারাবাহিক নয়৷ আমাদের কাছে ওই সিদ্ধান্তটা ম্যাচ ঘোরানো সিদ্ধান্ত হয়ে দাঁড়ায়৷ যদিও এটা আমাদের নিয়ন্ত্রণের বাইরে৷ যে বিষয়টা আমাদের আয়ত্ত্বে ছিল, সেটা যথাযথ করা উচিত ছিল আমাদের৷ তা না হলে সুযোগ হাতছাড়া হওয়া স্বাভাবিক৷’

Bootstrap Image Preview