Bootstrap Image Preview
ঢাকা, ১৭ শুক্রবার, মে ২০২৪ | ৩ জ্যৈষ্ঠ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

২২১ রানের লিড নিয়ে ইনিংস ঘোষণা দিল নিউজিল্যান্ড

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১১ মার্চ ২০১৯, ০৯:৫৩ AM
আপডেট: ১১ মার্চ ২০১৯, ০৯:৫৫ AM

bdmorning Image Preview


ওয়েলিংটন টেস্টে প্রথম ইনিংসে বড় লিড পেল স্বাগতিক নিউজিল্যান্ড। চতুর্থ উইকেটে টেলরের ডাবল সেঞ্চুরি ও হেনরি নিকোলসের সেঞ্চুরিতে ২২১ রানে লিড পেল।

টেস্টের চতুর্থ নিনে ৩৮ রানে দুই উইকেট নিয়ে ব্যাটিং শুরু করেন উইলিয়ামসন ও টেলর। তৃতীয় দিনের শেষ সেশনের ব্যাটিং ধ্বস কাটিয়ে ওঠে তারা। দলীয় ১৮০ রানে এই জুটিতে প্রতিরোধ গড়েন তাইজুল। ফিরতি বলে এ সময় ক্যাচ নিয়ে উইলিয়ামসনকে ৭৪ রানে ফেরান তাইজুল। 

এদিকে চতুর্থ উইকেটে এ সময় হেনরি নিকোলসকে সঙ্গ দিয়ে বাংলাদেশের প্রথম ইনিংসেকে পেরিয়ে যায় টেলর। এ সময় তারা ওয়ানডে স্টাইলে ব্যাটিং করে দ্রুত রান তুলতে শুরু করে। মাত্র ১১৪ বল থেকে চতুর্থ উইকেটে ১০০ রান তোলে এই জুটি। 

পরবর্তী ১০০ রান তুলতে এ জুটি খরচ করে ১১৩ বল । এ সময় টেলর ডাবল সেঞ্চুরির দিকে এগিয়ে যাচ্ছেন আর নিকোলস সেঞ্চুরির পথে। এর পরেই ১২২ বল থেকে নিজের সেঞ্চুরি পূরণ করেন নিকোলস। 

নতুন বল হাতে পেয়ে বাংলাদেশ শিবিরে কিছুটা স্বস্থি ফিরিয়ে আনেন তাইজুল। এ সময় তিনি ১২৯ বল থেকৈ ১০৭ রান করা নিকোলসকে বোল্ড আউট করেন তাইজুল। 

পঞ্চম উইকেটে কলিন ডি গ্রান্ডহোমকে নিয়ে ডাবল সেঞ্চুরি পূরণ করেন। রাহীর বলে নিজের ক্যারিয়ারের তৃতীয় ডাবল সেঞ্চুরির মাইলফলকে পৌঁছে যান তিনি। ২১১ বলের ইনিংসে ১৯টি চার এবং ৪টি ছক্কা ছিল। এরপরই দ্রুত রান তুলতে গিয়ে মুস্তাফিজের বলে উইকেটের পেছনে লিটনের হাতে ক্যাচ দিয়ে ২০০ রান নিয়ে প্যাভিলনে ফিরে যান টেলর।

টেলর বিদায়ের পর দ্রুত রান তোলার তাগিদে ষষ্ঠ উইকেটে ব্যাট করতে নামা ওয়াটলিংয়ের উইকেট তুলে নেন রাহী। এরপরই ৪৩২ রানে ৬ উইকেট হারিয়ে ইনিংস ঘোষণা দেয় নিউজিল্যান্ড। এ সময় গ্রান্ডহোম ২৩ রানে অপরাজিত থাকেন

বাংলাদেশের হয়ে রাহী ৩টি এবং তাইজুল নেন ২টি করে উইকেট। একটি উইকেট নেন মুস্তাফিজ।

Bootstrap Image Preview