Bootstrap Image Preview
ঢাকা, ২৯ সোমবার, এপ্রিল ২০২৪ | ১৫ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

ডাকসু নির্বাচনে ৩৮টি ভোট দিবে প্রতি ভোটার

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১১ মার্চ ২০১৯, ০৮:৫৩ AM
আপডেট: ১১ মার্চ ২০১৯, ০৮:৫৩ AM

bdmorning Image Preview


শিক্ষার্থীদের বহুল প্রত্যাশিত ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচন শুরু হয়েছে। এ নির্বাচনে প্রতি শিক্ষার্থীকে কেন্দ্রীয় সংসদে ২৫টি এবং হল সংসদে ১৩টি পদে মোট ৩৮টি ভোট দিতে হবে। কেন্দ্রীয় সংসদে ২২৯ প্রার্থীর মধ্য থেকে ২৫ জনকে এবং হল সংসদে গড়ে ৩০ জনের মধ্য থেকে ১৩ জনকে প্রতিনিধি হিসেবে বেছে নেবেন ভোটাররা।

আজ সোমবার সকাল ৮টা থেকে শুরু হওয়া ভোট গ্রহণ চলবে বেলা ২টা পর্যন্ত। সংশ্লিষ্টরা মনে করছেন, ৪৩ হাজার শিক্ষার্থীর ভোটদানে এ সময় যথেষ্ট নয়।

ছাত্রলীগ ছাড়া প্রায় সব ছাত্র সংগঠনই বলছে, নির্ধারিত এ সময়ের মধ্যে এত ভোটারের ভোট গ্রহণের সক্ষমতা নেই বিশ্ববিদ্যালয়ের। এটা অসম্ভব। সেজন্য ভোট গ্রহণের সময় অন্তত ৪ ঘণ্টা বাড়ানোর দাবি করাছেন তারা। তবে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বলছে, ‘এখন আর ভোট গ্রহণের সময় বৃদ্ধির সুযোগ নেই।’

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. একেএম গোলাম রব্বানী বলেন, এখন আর সময় বাড়ানোর সুযোগ নেই। তবে কেন্দ্রগুলোয় পর্যাপ্তসংখ্যক বুথ থাকবে। নির্ধারিত সময়ের মধ্যে কেন্দ্রে উপস্থিত হলে যতক্ষণ পর্যন্ত ভোটার শেষ না হবে, ততক্ষণ ভোট গ্রহণ চলবে।

তিনি বলেন, ছাত্রলীগকে সুবিধা দেয়ার জন্য নয়, বরং নির্বাচন প্রক্রিয়াকে একটি কাঠামোর মধ্যে আনতেই এমন সিদ্ধান্ত।

চূড়ান্ত ভোটার তালিকা অনুযায়ী, ডাকসু ও হল সংসদের মোট ভোটার ৪৩ হাজার ২৫৬ জন। কেন্দ্রীয় ও হল সংসদ মিলিয়ে প্রার্থী রয়েছেন ৭৩৮ জন। এর মধ্যে কেন্দ্রীয় সংসদে ২৫ পদের বিপরীতে ২২৯ জন এবং হল সংসদে ১৩টি করে ২৩৪ পদের বিপরীতে ৫০৯ জন।

এর মধ্যে কেন্দ্রীয় সংসদে ভিপি পদে ২১ জনের মধ্য থেকে একজন, জিএস পদে ১৪ জনের মধ্য থেকে একজন এবং এজিএস পদে ১৩ জন থেকে একজনকে প্রতিনিধি হিসেবে বেছে নেবেন শিক্ষার্থীরা।

এর বাইরে স্বাধীনতা সংগ্রাম ও মুক্তিযুদ্ধবিষয়ক সম্পাদক পদে ১১, বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক পদে ৯, কমনরুম ক্যাফেটেরিয়া সম্পাদক পদে ৯, আন্তর্জাতিকবিষয়ক সম্পাদক পদে ১১, সাহিত্য সম্পাদক পদে ৮, সংস্কৃতি সম্পাদক পদে ১২, ক্রীড়া সম্পাদক পদে ১১, ছাত্র পরিবহন সম্পাদক পদে ১০, সমাজসেবা সম্পাদক পদে ১৪ জন থেকে একজন করে এবং সদস্য পদে ৮৬ জন থেকে ১৩ জনকে বেছে নেবেন ভোটাররা।

১৮টি হল সংসদে ১৩টি করে মোট ২৩৪টি পদ রয়েছে। আর এই পদের বিপরীতে প্রার্থী রয়েছেন ৫০৯ জন। গড়ে প্রায় ২৯ প্রার্থী রয়েছেন একেকটি হলে। অর্থাৎ হল সংসদে প্রতিনিধি নির্বাচনের জন্য একজন শিক্ষার্থীকে ২৯ জনের মধ্য থেকে ১৩ জনকে বেছে নিতে হবে।

Bootstrap Image Preview