Bootstrap Image Preview
ঢাকা, ১৭ শুক্রবার, মে ২০২৪ | ৩ জ্যৈষ্ঠ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

ব্রেইন টিউমার ধরা পড়েছে জাতীয় দলের এই ক্রিকেটারের

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১১ মার্চ ২০১৯, ১২:২৩ AM
আপডেট: ১১ মার্চ ২০১৯, ১২:২৩ AM

bdmorning Image Preview


হুট করেই যেন আঁধার নেমে এলো মোশারফ হোসেন রুবেলের জীবনে। হয়তো স্বপ্নেও ভাবেনি তাঁর শরীরে বাসা বাঁধবে ব্রেইন টিউমার।

গত সপ্তাহে রুবেল জানতে পারেন,তাঁর ব্রেইনে টিউমার হয়েছে। গ্লিওমা নামক টিউমার হয়েছে তার ব্রেইনে। এই ধরনের টিউমার সাধারণত মস্তিষ্কের কোষ অথবা মেরুদন্ড থেকে জন্ম নেয়।

এদিকে মাউন্ট এলিজাবেথ হাসপাতালে ডাক্তার দেখানোর জন্য অ্যাপোয়েনমেন্টও নিয়েছেন রুবেল  সেখান ডাক্তার জানিয়েছেন,  টিউমারটি প্রথম পর্যায়ে আছে, সফল অস্ত্রোপচারের মাধ্যমে  পুরোপুরি সুস্থ হওয়া সম্ভব।

রুবেলের প্রসঙ্গে বিসিবি চিকিৎসক দেবাশিষ চৌধুরি জানিয়েছেন,  বিসিবির মেডিকেল টিমের সঙ্গে মোশাররফের কথা হয়েছে এবং তাকে সঠিক দিক নির্দেশনা দেওয়া হয়েছে। প্রাথমিকভাবে জানা গেছে, মোশাররফের পুরো চিকিৎসা প্রক্রিয়ায় ৪০ লাখ টাকা খরচ হবে। এই ব্যাপারটি জানিয়ে বিসিবির কাছে আর্থিক সহায়তা চেয়েছেন  বাঁহাতি এই স্পিনার।

উল্লেখ্য,  জাতীয় দলে ২০০৮ সালে তাঁর অভিষেক হয়। এরপর দেশের জার্সি গায়ে   ৫টি ওয়ানডে খেলেছেন মোশারফ হোসেন রুবেল। এছাড়াও  ১১২টি প্রথম শ্রেণির ম্যাচ খেলেছেন ও লিস্ট ‘এ’ ম্যাচ খেলেছেন ১০৪টি।

Bootstrap Image Preview