Bootstrap Image Preview
ঢাকা, ২৭ শনিবার, এপ্রিল ২০২৪ | ১৪ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

ভৈরবের শীর্ষ সন্ত্রাসী শাওন গ্রেফতার

ভৈরব (কিশোরগঞ্জ) প্রতিনিধি:
প্রকাশিত: ১০ মার্চ ২০১৯, ১০:৫২ PM
আপডেট: ১০ মার্চ ২০১৯, ১০:৫২ PM

bdmorning Image Preview
প্রতীকী


কিশোরগঞ্জের ভৈরবে শীর্ষ সন্ত্রাসী শাওনকে (৩৬) গ্রেফতার করেছে পুলিশ।

রবিবার (১০ মার্চ) সন্ধ্যায় শহরের বঙ্গবন্ধু সড়ক থেকে তাকে গ্রেফতার করে পুলিশ। শাওনের বাড়ি শহরের ভৈরবপুর এলাকায় এবং তার বাবার নাম শাহজাদা মিয়া।

একটি তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে গত শুক্রবার রাতে ব্যবসায়ী বদিউজ্জামান বদিকে (৩৯) সে ছুরিকাঘাত করে গুরুতর আহত করে। বদির বাবার নাম মরহুম জিল্লুর রহমান এবং বাড়ি শহরের ভৈরবপুর এলাকায়। আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এ দিকে গ্রেফতারকৃত শাওন ও তার আরেক ভাই আশরাফুল আলম বিজন গত শনিবার তার এক চাচা ইকবালকে মারধোর করে আহত করে বলে জানায় পুলিশ। শাওন দীর্ঘদিন যাবৎ মাদক ব্যবসার সাথেও জড়িত রয়েছে বলে জানায় এলাকাবাসী। তার বিরুদ্ধে বিভিন্ন অপরাধের অভিযোগে ভৈরব থানায় একাধিক মামলা রয়েছে।

দুটি ঘটনায় আজ রবিবার পৃথকভাবে দুই জন বাদী হয়ে থানায় দুটি মামলা দায়ের করে।

ভৈরব থানার অফিসার ইনচার্জ মোঃ মোখলেছুর রহমান জানান, শাওন ও বিজন তারা দুই ভাই ভৈরবের শীর্ষ সন্ত্রাসী এবং তারা মাদক ব্যবসা, ভূমি দস্যুতাসহ বিভিন্ন অপরাধের সাথে জড়িত রয়েছে। দু'জনের বিরুদ্ধে ভৈরব থানায় একাধিক মামলা রয়েছে। তারা দীর্ঘদিন যাবৎ পলাতক ছিল। তবে শাওনকে পুলিশ গ্রেফতার করলেও বিজন পালিয়ে গেছে। তাকে গ্রেফতার করতে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।

Bootstrap Image Preview