Bootstrap Image Preview
ঢাকা, ২৯ সোমবার, এপ্রিল ২০২৪ | ১৬ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

বেসরকারি বিশ্ববিদ্যালয়কে আইন মেনে কার্যক্রম পরিচালনা করতে হবেঃ শিক্ষামন্ত্রী

বশির আলমামুন, চট্টগ্রাম প্রতিনিধিঃ
প্রকাশিত: ১০ মার্চ ২০১৯, ০৯:৪৮ PM
আপডেট: ১০ মার্চ ২০১৯, ০৯:৪৮ PM

bdmorning Image Preview


শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন বেসরকারি বিশ্ববিদ্যালয় পরিচালনার জন্য আইন রয়েছে, সেই আইন মেনে প্রতিষ্ঠানগুলো কার্যক্রম পরিচালনা করতে হবে। 

রবিবার (১০ মার্চ) ইস্ট ডেল্টা ইউনিভার্সিটির প্রথম সমাবর্তন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

বক্তব্যের শুরুতে শিক্ষামন্ত্রী বলেন, আধুনিক বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে চলতে শিক্ষাখাতকে অগ্রাধিকার দিয়ে কাজ করছে শেখ হাসিনার সরকার। এজন্য বাজেটে শিক্ষাখাতে সর্বোচ্চ বরাদ্দ দেওয়া হচ্ছে।

শিক্ষাখাতের সাফল্য তুলে ধরে ডা. দীপু মনি বলেন, বছরের প্রথমদিন প্রায় ৩৫ কোটি নতুন বই বিতরণ করা হচ্ছে। প্রাথমিক থেকে স্নাতকোত্তর পর্যন্ত শিক্ষা ও উপবৃত্তি প্রদানের পাশাপাশি গঠন করা হয়েছে শিক্ষা সহায়তা ট্রাস্ট।

এছাড়া শিক্ষা প্রতিষ্ঠানসমূহে শেখ রাসেল কম্পিউটার ল্যাব স্থাপন, বিনা বেতনে অধ্যয়নের সুযোগসহ বহুমুখী পদক্ষেপ গ্রহণ করেছে আওয়ামী লীগ সরকার।

বিশেষ অতিথির বক্তব্যে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউ জি সি) চেয়ারম্যান অধ্যাপক আবদুল মান্নান বলেছেন, উচ্চ শিক্ষার প্রসারে বেসরকারি বিশ্ববিদ্যালয় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। তবে বেশ কিছু প্রতিষ্ঠানের বিরুদ্ধে অভিযোগ রয়েছে, তারা সনদ বাণিজ্য করছে। তাদের কার্যক্রমে স্বচ্ছতার অভাব রয়েছে।

ইউ জি সি চেয়ারম্যান অধ্যাপক আবদুল মান্নান বলেন, অনেক বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের বিরুদ্ধে অভিযোগ আছে রাষ্ট্রপতি তথা আচার্য কর্তৃক নিয়োগকৃত উপাচার্য, উপ-উপাচার্য ও পর্ষদকে স্বাধীনভাবে কাজ করতে দেয় না। এ ৩টি পদ খালি আছে এমন বিশ্ববিদ্যালয়ের তালিকা বেশ বড়।

এছাড়া আচার্য কর্তৃক নিয়োগ প্রাপ্ত ব্যক্তিকে পরিচালনা বোর্ড বরখাস্ত করার নজিরও আছে। অনেক বিশ্ববিদ্যালয় নিয়মিত অ্যাকাডেমিক সভা করে না।

তিনি বলেন, এসব অনিয়মের কারণে ক্ষতিগ্রস্থ হচ্ছে সম্ভাবনাময় এ খাতটি। আশা করি এসব অনিয়ম হতে প্রতিষ্ঠানগুলো বিরত থাকবে।

মাদক ও জঙ্গিবাদ তরুণ সমাজকে ধ্বংস করে দিচ্ছে উল্লেখ করে তিনি আরও বলেন, আজকের তরুণ সমাজ এ দু'টি ব্যাধি হতে নিজেদের দূরে রাখবে বলে আমি বিশ্বাস করি।

সমাবর্তন বক্তা হিসেবে একুশে পদক প্রাপ্ত কথাসাহিত্যিক দৈনিক কালের কণ্ঠের সম্পাদক ইমদাদুল হক মিলন বক্তব্য দেন।

এছাড়া ইস্ট ডেল্টা ইউনিভার্সিটির বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান, ভাইস চেয়ারম্যান সাইদ আল নোমান, উপাচার্য এম. সেকান্দর খান বক্তব্য দেন। 
 

Bootstrap Image Preview