Bootstrap Image Preview
ঢাকা, ২৭ শনিবার, এপ্রিল ২০২৪ | ১৪ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

১৩ দিনের শিশুকে হত্যার দায় স্বীকার করল মা

মনিরুজ্জামান, কুড়িগ্রাম প্রতিনিধিঃ
প্রকাশিত: ১০ মার্চ ২০১৯, ০৯:৩৮ PM
আপডেট: ১০ মার্চ ২০১৯, ০৯:৩৮ PM

bdmorning Image Preview


কুড়িগ্রামের নাগেশ্বরীতে ১৩ দিনের শিশুকে হত্যার দায় স্বীকার করেছেন ঘাতক মা বিলকিছ আক্তার (৩১)। তার বাড়ি  উপজেলার বামনডাঙ্গা ইউনিয়নের লুছনী। তিনি দিনমজুর বায়েজিদ আহমেদের স্ত্রী।

রবিবার (১০ মার্চ) দুপুরে তাকে কুড়িগ্রাম জেলহাজতে পাঠিয়েছে নাগেশ্বরী থানা পুলিশ। সেই সাথে ময়নাতদন্তের জন্য শিশুটির লাশ মর্গে পাঠানো হয়েছে।

পুলিশ জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে বিলকিছ আক্তার শনিবার (৯ মার্চ) সকাল ১০ টার পর শিশুটিকে হত্যা করে।

পরে লাশ পায়খানার ট্যাংকিতে লুকিয়ে রাখে। গোসল সেরে দুপুরের খাওয়াদাওয়া করে সে। এক সময় তার কোলে শিশুটিকে দেখতে না পেয়ে পরিবারের লোকজন জিজ্ঞেস করলে সে কিছু জানে না বলে জানায়।

এরপর শিশুটিকে বাড়ির চারদিকে খুঁজতে থাকে বাড়ির লোকজন। এক পর্যায়ে তারা দেখতে পায় বাড়ির পায়খানার ঢাকনা সরানো। তার পাশে পড়ে আছে শিশুটির ব্যবহৃত কাপড়। এতে তাদের সন্দেহ আরো তীব্র হয়। তারা আবারো বিলকিছকে জোর দিয়ে জিজ্ঞেস করলে দুপুর ২টায় সে শিশুটির লাশ পায়খানার ট্যাংকি থেকে বের করে।

পরে বিকেলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে শিশুটির লাশসহ জিজ্ঞাসাবাদের জন্য তার মাকে থানায় নিয়ে আসে।

রাতে শিশুটির দাদা সাবেক ইউপি মেম্বার জেলাল উদ্দিন বাদী হয়ে বিলকিছ আক্তারকে আসামি করে মামলা দায়ের করেন। 

 

 

Bootstrap Image Preview