Bootstrap Image Preview
ঢাকা, ২৭ শনিবার, এপ্রিল ২০২৪ | ১৪ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

ভোটকেন্দ্রে বন্দুক চালানোর প্রশিক্ষণ, আনসার সদস্যের গুলিতে আহত পুলিশ সদস্য

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১০ মার্চ ২০১৯, ০৯:১৮ PM
আপডেট: ১০ মার্চ ২০১৯, ০৯:১৮ PM

bdmorning Image Preview


ভূরুঙ্গামারীতে একটি ভোটকেন্দ্রে আনসার সদস্যের গুলিতে এক পুলিশ সদস্য আহত হয়েছেন। আহত পুলিশ সদস্যকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

জানা গেছে, দুপুরে ভূরুঙ্গামারী উপজেলার চর-ভূরুঙ্গামারী ইউনিয়নের বহলগুড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে দায়িত্বরত ছিলেন মাইদুল ইসলাম নামে এক আনসার সদস্য। তাকে গুলি চালানো শেখানোর সময় অসাবধানতায় গুলি বেরিয়ে এক পুলিশ সদস্যের পায়ে লাগে।

আহত পুলিশ সদস্যের নাম মোন্নাফ আলী। তিনি রংপুর কোতোয়ালী থানায় চাকরি করেন। ভোটের ডিউটি করার জন্য তিনি এসেছিলেন। ভূরুঙ্গামারী থানার ওসি ইমতিয়াজ কবির এ ঘটনার সত্যতা স্বীকার করেছেন।

কুড়িগ্রামে বিচ্ছিন্ন কিছু ঘটনা ছাড়া সুষ্ঠুভাবে উপজেলা পরিষদ নির্বাচনের ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে। ভোট কারচুপি ও ব্যালট পেপার ছিনতাইয়ের অভিযোগে ১৩টি কেন্দ্রের ভোটগ্রহণ পুরোপুরি স্থগিত করা হয়েছে।

কুড়িগ্রামে ৫টি উপজেলার ১৩টি স্থগিত কেন্দ্রগুলো হলো- সদর উপজেলার মালভাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়, শিবরাম সরকারি প্রাথমিক বিদ্যালয়, কুড়িগ্রাম সরকারি কলেজ ও টগরাইহাট সরকারি প্রাথমিক বিদ্যালয়। উলিপুর উপজেলার হোকোডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়, মদিনাতুল উলুম সিনিয়র মাদরাসা, কিসামত মালতিমারী সরকারি প্রাথমিক বিদ্যালয় ও হাত্রিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়। নাগেশ্বরীতে কুটি নাওডাঙ্গা ফোরকানিয়া এবতেদায়ী মাদরাসা ও পূর্ব পয়রাডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়। চিলমারীতে খালেদা শওকত সরকারি প্রাথমিক বিদ্যালয় ও বৈলমন দিয়ারখাতা সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং রৌমারীতে ধনার চর সরকারি প্রাথমিক বিদ্যালয়।

জেলার ফুলবাড়ী উপজেলায় বিলুপ্ত ছিটমহল দাশিয়ারছড়াকে ইউনিয়ন ঘোষণার দাবিতে হাইকোর্টে রিটের প্রেক্ষিতে স্থগিতাদেশ থাকায় এই উপজেলায় নির্বাচন স্থগিত করা হয়।

Bootstrap Image Preview