Bootstrap Image Preview
ঢাকা, ২৯ সোমবার, এপ্রিল ২০২৪ | ১৬ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

স্ট্যাম্প দিয়ে পিটিয়ে কিশোরকে হত্যা

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১০ মার্চ ২০১৯, ০৮:১৪ PM
আপডেট: ১০ মার্চ ২০১৯, ০৮:৫৩ PM

bdmorning Image Preview


কুমিল্লায় ক্রিকেট খেলাকে কেন্দ্র করে দুই দলের মধ্যে সংঘর্ষে স্টাম্পের আঘাতে সাজ্জাতুল ইসলাম নামের এক কিশোর চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে।

শনিবার (৯ মার্চ) গভীর  রাতে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। সাজ্জাতুল (১৬) নগরীর ২০নং ওয়ার্ডের দিশাবন্দ গ্রামের শফিকুল ইসলামের ছেলে।

এর আগে শুক্রবার (৮ মার্চ) বিকালে ক্রিকেট খেলাকে কেন্দ্র করে নগরীর দক্ষিণ চর্থা এলাকায় স্থানীয় কিশোরদের মাঝে সংঘর্ষ হয়। এ সময় সাজ্জাতুলকে ক্রিকেট খেলার স্টাম্প দিয়ে পিটিয়ে গুরতর আহত করা হয়।

পুলিশ ও স্থানীয়রা জানায়, গত শুক্রবার ক্রিকেট খেলাকে কেন্দ্র করে সাজ্জাতুলের সঙ্গে নগরীর চর্থা এলাকার মো. ইউসুফের বাকবিতণ্ডা হয়। ইউসুফ হাতের ক্রিকেটের স্টাম্প দিয়ে সাজ্জাতুলের মাথায় আঘাত করে ফলে সাজ্জাতুল অজ্ঞান হয়ে পড়ে। এ সময় আশপাশের লোকজন তাকে উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। পরবর্তীতে তার অবস্থার অবনতি হলে তাকে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শনিবার রাতে তার মৃত্যু হয়।

বিষয়টি নিয়ে কুমিল্লার সদর দক্ষিণ থানার পরিদর্শক আজিজুর রহমান বলেন, সাজ্জাতুলের মৃত্যুর ঘটনাটি আমরা স্থানীয়ভাবে জেনেছি কিন্তু এখনো কোনো লিখিত অভিযোগ পাইনি। নিহতের পরিবারের পক্ষ থেকে অভিযোগের ভিত্তিতে আইনগত ব্যবস্থাসহ ঘটনায় জড়িতদেরকে গ্রেফতার করা হবে।

 

 

 

Bootstrap Image Preview