Bootstrap Image Preview
ঢাকা, ১৪ মঙ্গলবার, মে ২০২৪ | ৩১ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

কাতারে আরবী বিতর্কে যোগ দিচ্ছে ইবির ৪ শিক্ষার্থী

আহসান নাঈম, ইবি প্রতিনিধিঃ
প্রকাশিত: ১০ মার্চ ২০১৯, ০৭:৩৮ PM
আপডেট: ১০ মার্চ ২০১৯, ০৭:৩৮ PM

bdmorning Image Preview


কাতার ফাউন্ডেশনের আয়োজনে ৪ দিনব্যাপী আর্ন্তজাতিক আরবী বিতর্কে অংশগ্রহণ করছে ইসলামী বিশ্ববিদ্যালয়ের ৪ শিক্ষার্থী। 

আগামী ১৬ মার্চ কাতারের রাজধানী দোহায় এ বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। 

জানা যায়, আর্ন্তজাতিক আরবী বিতর্ক প্রতিযোগিতা ২০১৯ এ ৫২টি দেশের ১১০টি দল অংশগ্রহণ করবে। বাংলাদেশের থেকে একমাত্র ইসলামী বিশ্ববিদ্যালয় এই দলটি আরবী বিতর্কে অংশগ্রহণ করছে। 

রবিবার (১০ মার্চ) আর্ন্তজাতিক আরবী বিতর্কে অংশগ্রহণকারী শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয় উপাচার্য অধ্যাপক ড. মোঃ হারুন-উর-রশিদ আসকারীর সাথে সৌজন্য সাক্ষাত করেন। এসময় তিনি কাতার ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত আন্তর্জাতিক আরবী বির্তক প্রতিযোগীতায় অংশগ্রহণকারী দলের সর্বাঙ্গীন সাফল্য ও মঙ্গল কামনা করেন।  

এ সময় উপস্থিত ছিলেন, আরবী ভাষা ও সাহিত্য বিভাগের শিক্ষক অধ্যাপক ড. মোঃ মাহবুবুর রহমান, অধ্যাপক ড. মোঃ তোজাম্মেল হোসেন, অধ্যাপক ড. মোঃ আব্দুল মোতালিব প্রমুখ।

রেজিস্ট্রার অফিস সূত্রে জানা যায়, আর্ন্তজাতিক আরবী বিতর্কে অংশগ্রহণ করছে ইসলামী বিশ্ববিদ্যালয়ের ৪ বিভাগের চার জন শিক্ষার্থী।

আরবী ভাষা ও সাহিত্য বিভাগের অধ্যাপক ড. শাসছুল হক ছিদ্দিকীর নেতৃত্বে প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে আরবী ভাষা ও সাহিত্য বিভাগের ২০১৪-১৫ শিক্ষাবর্ষের আহমদ মুসতায়িন বিল্লাহ, একই শিক্ষাবর্ষের আল-কুরআন অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের তোহা তারিক এবং দাওয়া অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের মো: আব্দুল কাদের, আল-হাদিস অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের ২০১৫-১৬ শিক্ষাবর্ষের নেয়ামত উল্লাহ।  

Bootstrap Image Preview