Bootstrap Image Preview
ঢাকা, ১৭ শুক্রবার, মে ২০২৪ | ৩ জ্যৈষ্ঠ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

মাঠে ফিরেই ওয়ার্নারের বিধ্বংসী সেঞ্চুরি 

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১০ মার্চ ২০১৯, ০৭:২৪ PM
আপডেট: ১০ মার্চ ২০১৯, ০৭:২৪ PM

bdmorning Image Preview


ইনজুরির কারণে বিপিএলের মাঝ পথে দেশে ফিরে গিয়েছিলেন অস্ট্রেলিয়ার সাবেক সহ-অধিনায়ক ডেভিড ওয়ার্নার। কব্জির চিকিৎসা শেষে সুস্থ হয়ে আবারও মাঠে ফিরেছেন তিনি।  ফিরেই ব্যাট হাতে নিজের ভয়ঙ্কর রূপ দেখালেন ৭৭ বলে করেছেন ১১০ রান।

ঘরের মাঠে নর্থ সাউথ ওয়েলস প্রিমিয়ার ক্রিকেটে র‌্যান্ডউইক পিটারশামের হয়ে খেলতে নামেন ওয়ার্নার। প্রতিপক্ষ ছিলেন পেনরিথ। আগে ব্যাটিং করে পেনরিথ ৫০ ওভারে ৩১৩ রান করে। 

বিশাল এই রানের লক্ষে ব্যাটিং করতে নেমে  ৪টি চার ও ৭টি ছক্কা হাঁকিয়ে  ১১০ রান করেন ওয়ার্নার। কিন্তু এই দিন ওয়ার্নারের ব্যাট হাসলেও অন্য ব্যাটসম্যানদের ব্যাট হাসেনি। ফলে ২১৯ রানে গুটিয়ে যায়  পিটারশামে।

উল্লেখ্য, চলতি মাসের ২৮ তারিখ নিষেধাজ্ঞা শেষ হবে স্মিথ-ওয়ার্নারের।  কিন্তু আসন্ন পাকিস্তান সিরিজে দলে জায়গা হয়নি তাদের। 
 

Bootstrap Image Preview