Bootstrap Image Preview
ঢাকা, ০৪ শনিবার, মে ২০২৪ | ২০ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

গোদাগাড়ীতে ২০টি ভোটকেন্দ্রের ফলাফলে নৌকা ৫,৫৩৭ ভোটে এগিয়ে  

আব্দুল বাতেন, গোদাগাড়ী প্রতিনিধিঃ
প্রকাশিত: ১০ মার্চ ২০১৯, ০৭:১১ PM
আপডেট: ১০ মার্চ ২০১৯, ০৭:১১ PM

bdmorning Image Preview


রাজশাহীর গোদাগাড়ী উপজেলা নির্বাচনে ৯৪টি কেন্দ্রের মধ্যে ২০টি ভোটকেন্দ্রের ফলাফল পাওয়া গেছে। 

রবিবার (১০ মার্চ) সকাল ৮টা হতে বিকেল ৪টা পর্যন্ত গোদাগাড়ী উপজেলার ৯৪টি ভোটকেন্দ্রে একটানা ভোটগ্রহণ  অনুষ্ঠিত হয়।

সর্বশেষ প্রাপ্ত ফলাফলে নৌকা প্রতীক মোঃ জাহাঙ্গীর আলম পেয়েছেন ৮ হাজার ৭'শ ৭ ভোট, নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী আওয়ামী লীগ বিদ্রোহী আনারস প্রতীক পেয়েছে ২ হাজার ৭'শ ১৪ ভোট। জাতীয় পার্টির লাঙ্গল প্রতীক প্রার্থী সালাহ উদ্দীন বিশ্বাস ১ হাজার ৬'শ ৭২ এবং ওয়ার্কাস পার্টির প্রার্থী হাতুড়ী প্রতীক ৮৭ ভোট পেয়েছেন। 

ভাইস চেয়ারম্যান প্রার্থী টিউবওয়েল প্রতীক আব্দুল মালেক ৯ হাজার ৫'শ ৮৩, জাতীয় পার্টির লাঙ্গল প্রতীক তৌহিদুল ইসলাম ১ হাজার ৭'শ ৮২, উড়োজাহাজ প্রতীক মোঃ মাহবুবুর রহমান ৪'শ ৪২, তালা প্রতীক শফিকুল ইসলাম সরকার ৭'শ ৫১ এবং টিয়া প্রতীক প্রার্থী সালমান ফিরোজ ফয়সাল ৩'শ ৮৯ ভোট পেয়েছেন। 

কয়েকটি কেন্দ্রে কিছু বিচ্ছিন্ন ঘটনা ছাড়া শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে বলে জানান, সহকারি রির্টানিং অফিসার মোহাম্মদ মশিউর রহমান। 

Bootstrap Image Preview