Bootstrap Image Preview
ঢাকা, ১৪ মঙ্গলবার, মে ২০২৪ | ৩০ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

হিন্দু নারী দিয়ে চলে পাকিস্তানের পার্লামেন্ট!

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১০ মার্চ ২০১৯, ০৬:৩৩ PM
আপডেট: ১০ মার্চ ২০১৯, ০৬:৩৩ PM

bdmorning Image Preview
সংগৃহীত ছবি


পাকিস্তানের পার্লামেন্ট আন্তর্জাতিক নারী দিবসটা পালন করেছে একটু ভিন্নভাবে। নারী দিবসে নারীর প্রতি সম্মান জানাতেই হয়তো এই ভিন্নরকমের কাজটি করা হয়েছে। দিবসটিতে পার্লামেন্টের আপার হাউস পরিচালনার দায়িত্ব দেওয়া হয় একজন নারীকে। আর এই দায়িত্ব পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন সেই নারী। পার্লামেন্টে দায়িত্ব পাওয়া ঐ নারীর নাম কৃষ্ণা। কুমারি কোহালি। তিনি  পাকিস্তানের প্রথম হিন্দু মহিলা সিনেটর। এমন দায়িত্ব পেয়ে কৃষ্ণা নিজেক ভাগ্যবান মনে করেছেন।

৪০ বছর বয়সী কৃষ্ণা ২০১৮-র মার্চ মাসে সিনেটর হিসাবে নির্বাচিত হন। সিনেটর নির্বাচিত হওয়ার আগে তিনি অধিকাংশ সময়ে কাজ করেছেন চুক্তিবন্ধ শ্রমিকদের অধিকার নিয়ে। সিন্ধের নগরপকর এলাকার ধানাগাম গ্রামের বাসিন্দা কৃষ্ণা। ওই এলাকার কোহালি সম্প্রদায় থেকে উঠে এসে পাকিস্তানের পার্লামেন্টের চালকের আসনে বসেন তিনি।

তবে পাকিস্তান পার্লামেন্ট পরিচালনার সুযোগ পেলেও তাঁর ছোটবেলা কেটেছে প্রচুর বাধাবিপত্তির মধ্য দিয়েই। কুর্নিতে বসবাস করার সময় তাঁর পরিবার বাড়ি মালিকের হাতে বন্দি ছিল প্রায় তিন বছর। সেই সময় কৃষ্ণা ছিলেন তৃতীয় শ্রেণির ছাত্রী। নবম শ্রেণিতে পড়ার সময় বিয়ে হয়ে যায় তাঁর। সে সময় কৃষ্ণা ছিলেন নবম শ্রেণির ছাত্রী।

যদিও এই বিয়ে বা বন্দি দশা দমিয়ে রাখতে পারেনি কৃষ্ণাকে। বিয়ের কয়েক বছর পরেই তিনি ফের পড়াশোনা শুরু করেন। ২০১৩-য় সিন্ধ বিশ্ববিদ্যালয় থেকে তিনি সমাজবিদ্যায় স্নাতকোত্তর পাশ করেন। তারপর পাকিস্তান পিপলস পার্টিতে যোগ দিয়ে সমাজকর্মী হিসাবে কাজ শুরু করেন। সেখান থেকে পাকিস্তানের পার্লামেন্ট পরিচালনার ভার পেয়ে পাকিস্তানে সংখ্যালঘু অধিকারের মাইলস্টোন ছুঁলেন কৃষ্ণা।

Bootstrap Image Preview