Bootstrap Image Preview
ঢাকা, ০৪ শনিবার, মে ২০২৪ | ২০ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

আত্রাইয়ে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উদযাপিত

নাজমুল হক নাহিদ, আত্রাই (নওগাঁ) প্রতিনিধিঃ
প্রকাশিত: ১০ মার্চ ২০১৯, ০৫:৪৮ PM
আপডেট: ১০ মার্চ ২০১৯, ০৫:৪৮ PM

bdmorning Image Preview


নওগাঁর আত্রাইয়ে 'দুর্যোগ মোকাবেলায় প্রস্তুতি, হ্রাস করবে জীবন ও সম্পদের ঝুঁকি' এই প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উদযাপন করা হয়েছে। 

রবিবার (১০ মার্চ) জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে উপজেলা প্রশাসন র‍্যালি ও আলোচনা সভার আয়োজন করে।

র‍্যালিটি উপজেলার প্রধান প্রধান স্থান প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ সভাকক্ষে এক আলোচনা সভায় যোগ দেয়।

আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা ফজলুল হক, কৃষি কর্মকর্তা কৃষিবিদ কে এম কাউছার হোসেন, আত্রাই ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন অফিসার নিতাই ঘোষ, উপজেলা পরিসংখান অফিসার সাইফুল ইসলাম, উপজেলা দূর্যোগ ব্যবস্থাপনার উপ-সহকারী মো:মনিরুজ্জামান, এসআই মনির, শিক্ষক সোহেল রানা, আত্রাই প্রেসক্লাবের সভাপতি রুহুল আমিন, সাংগঠনিক সম্পাদক সাংবাদিক নাজমুল হক নাহিদ, অফিস সহকারী মো: ইসমাইল হোসেন প্রমুখ।

আলোচনা শেষে মোল্লা আজাদ মেমোরিয়াল বিশ্ববিদ্যালয় কলেজ চত্বরে আত্রাই ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের আয়োজনে অগ্নি নির্বাপণ মহড়া অনুষ্ঠিত হয়। 

Bootstrap Image Preview