Bootstrap Image Preview
ঢাকা, ১৪ মঙ্গলবার, মে ২০২৪ | ৩১ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

রাবিতে নিরাপদ ক্যাম্পাসের দাবি জানিয়ে মানববন্ধন 

শাহাবুদ্দীন ইসলাম, রাবি প্রতিনিধিঃ
প্রকাশিত: ১০ মার্চ ২০১৯, ০৪:৪২ PM
আপডেট: ১০ মার্চ ২০১৯, ০৪:৪২ PM

bdmorning Image Preview


রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) শিক্ষক মহোদয়ের কাছ থেকে চাঁদা দাবি করে হত্যার হুমকি এবং ক্যাম্পাসে ছিনতাইয়ের ঘটনায় নিরাপদ ক্যাম্পাসের দাবি জানিয়েছে ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা। 

রবিবার (১০ মার্চ) দুপুর ১টার দিকে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে অনুষ্ঠিত মানববন্ধন থেকে নেতাকর্মীরা এ দাবি জানান। একইসঙ্গে বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে নিরাপদ ক্যাম্পাসের দাবিও জানান তারা। 
 
এ সময় বক্তারা বলেন, তিন শিক্ষকের কাছ থেকে সর্বহারা পরিচয়ে চাঁদা দাবি ও হত্যার হুমকি, ক্যাম্পাসে প্রতিনিয়ত ছিনতাইয়ের ঘটনা ঘটছে। সম্প্রতি সমাজবিজ্ঞান বিভাগের এক শিক্ষার্থীর মাথায় অস্ত্র ঠেকিয়ে তার টাকা ও ফোন ছিনতাই করে দুর্বৃত্তরা। কিন্তু ছিনতাইকারীদের চিহ্নিত করে তাদেরকে এখনও শাস্তির আওতায় আনা যায়নি। এতে করে ছিনতাইকারীরাও পার পেয়ে যাচ্ছে এবং প্রতিনিয়ত ক্যাম্পাসে এ ধরনের অপকর্ম করে যাচ্ছে।

বক্তারা আরও বলেন, বিশ্ববিদ্যালয়ের ৩ জন শিক্ষককে ফোন করে চাঁদা দাবি ও হত্যার হুমকি দেওয়া হয়েছে। এ ধরনের ঘটনা আমাদের সার্বিক নিরাপত্তা ব্যবস্থাকে প্রশ্নবিদ্ধ করে। এ সময় বক্তারা এসব ঘটনায় জড়িতদের দ্রুত চিহ্নিত করে শাস্তির আওতায় আনার দাবি জানিয়েছেন। 
   
এ মানববন্ধনে বক্তব্য দেন, সংগঠনের সভাপতি ইলিয়াস হোসাইন, ছাত্রকল্যাণ সম্পাদক মোসাদ্দেক বিল্লাহ, প্রশিক্ষণ সম্পাদক শরীফ আহমেদ প্রমুখ।

কর্মসূচি সঞ্চালনা করেন, সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম। এতে সংগঠনের অর্ধশতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

এর আগে গত ফেব্রুয়ারি ও চলতি মাসে সর্বহারা পরিচয়ে রাবির ৩ শিক্ষককে ফোন করে চাঁদা দাবি ও হত্যার হুমকি দেওয়ার ঘটনা ঘটে।  

 

Bootstrap Image Preview