Bootstrap Image Preview
ঢাকা, ২৯ সোমবার, এপ্রিল ২০২৪ | ১৬ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

৯৯৯-এ ফোন, আবাসিক হোটেলে প্রবাসীর স্ত্রীর সঙ্গে ধরা এনজিও কর্মকর্তা

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১০ মার্চ ২০১৯, ০৪:৩৪ PM
আপডেট: ১০ মার্চ ২০১৯, ০৪:৩৪ PM

bdmorning Image Preview
সংগৃহীত


জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে অভিযোগ পেয়ে কুমিল্লা নগরীর একটি আবাসিক হোটেল থেকে আপত্তিকর অবস্থায় প্রবাসীর স্ত্রীসহ মুন্সি মো. জুলহাস নামে এক এনজিও কর্মকর্তাকে আটক করেছে পুলিশ।

শুক্রবার রাতে নগরীর শাসনগাছা এলাকার হোটেল ইশিতা থেকে আটকের পর শনিবার বিকেলে তাদেরকে আদালতে সোপর্দ করা হয়।

কোতয়ালী মডেল থানা পুলিশের ওসি (তদন্ত) সালাহউদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ জানায়, শুক্রবার রাতে ৯৯৯ নম্বরে অভিযোগ পেয়ে ওই হোটেলে অভিযান পরিচালনা করা হয়। এ সময় হোটেলের তৃতীয় তলার একটি কক্ষ থেকে সাজেদা ফাউন্ডেশন নামক একটি এনজিওর সুপারভাইজার মুন্সি মো. জুলহাস এবং জেলার হোমনা পৌরসভার গোয়াইর ভাংগা এলাকার এক প্রবাসীর স্ত্রীকে আপত্তিকর অবস্থায় গ্রেফতার করা হয়। এ ঘটনায় কোতয়ালী মডেল থানার এসআই শাওন বাদী হয়ে মামলা দায়ের করেন।

কোতয়ালী মডেল থানা পুলিশের ওসি (তদন্ত) সালাহউদ্দিন জানান, আটকদের আদালতে সোপর্দ করা হয়েছে। আবাসিক হোটেলে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Bootstrap Image Preview