Bootstrap Image Preview
ঢাকা, ০৯ বৃহস্পতিবার, মে ২০২৪ | ২৬ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

জনসম্মুখে বিয়ের প্রস্তাব, ইসলামী আইনভঙ্গ হওয়ায় গ্রেফতার তরুণ-তরুণী

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১০ মার্চ ২০১৯, ০৪:২৯ PM
আপডেট: ১০ মার্চ ২০১৯, ০৪:২৯ PM

bdmorning Image Preview
সংগৃহীত ছবি


খোলা বাজারে জনসমাগমে বিয়ের প্রস্তাব দেওয়ায় গ্রেফতার হয়েছে এক প্রেমযুগল। ইরানের দেশটির উত্তরাঞ্চলীয় শহর আরাকে ঘটেছে এ ঘটনাটি।

বার্তা সংস্থা ফারস নিউজ জানিয়েছে, গোলাপের পাপড়ি দিয়ে হৃদয় এর ভেতর দুজন দাঁড়িয়ে একে অপরকে বিয়ের প্রস্তাব দেয়।তাদের এমন রোমান্টিক মুহূর্তটি মেনে নেয়নি স্থানীয় পুলিশ। গ্রেফতার করে থানায় নিয়ে যায় এ জুটিকে।

সম্প্রতি ইরানে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও ছড়িয়ে পড়ে। এতে ইতিবাচক ও নেতিবাচক প্রতিক্রিয়া কমেন্টে ভেসে যায় ভিডিওটি।

ভিডিওতে দেখা গেছে, ছেলেটি দেয়া প্রস্তাবে মেয়েটি হ্যাঁ-সূচক জবাব দেয় ও আবেগে আপ্লুত হয়ে ছেলেটিকে জড়িয়ে ধরে ভালোবাসা জানায়। এসময় বিপনীবিতানে উপস্থিত সবাই উল্লসিত হয়ে এ প্রেমযুগলকে স্বাগত জানাতে দেখা যায়।

ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হতে না হতেই চোখ পড়ে স্থানীয় পুলিশের। ইসলামী আইনভঙ্গ করেছে অভিযোগে ওই জুটিকে আটক করে থানায় নিয়ে যায় তারা। এ বিষয়ে ফারস নিউজকে মারকাজি প্রদেশের উপপুলিশ কমিশনার মাহমুদ খালাজি জানান, তাদেরকে গ্রেফতার গণদাবি ছিল। নারী ও পুরুষের অবাধ মেলামেশা ইরানি ইসলামিক আইনের পরিপন্থী।

শালীনতা ভঙ্গ ও পশ্চিমা সংস্কৃতির অনুকরণ করায় মূলত তাদেরকে গ্রেফতার করা হয় বলে জানান এই উপপুলিশ কমিশনার। তবে জিজ্ঞাসাবাদ শেষে তাদের জামিনে মুক্তি দেয়া হয়েছে বলে জানান তিনি।

Bootstrap Image Preview