Bootstrap Image Preview
ঢাকা, ২৯ সোমবার, এপ্রিল ২০২৪ | ১৫ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

পত্নীতলায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উদযাপন 

সিয়াম সাহারিয়া, পত্নীতলা (নওগাঁ) প্রতিনিধিঃ
প্রকাশিত: ১০ মার্চ ২০১৯, ০৪:০৮ PM
আপডেট: ১০ মার্চ ২০১৯, ০৪:০৮ PM

bdmorning Image Preview


'দুর্যোগ মোকাবিলায় প্রস্তুতি-হ্রাস করবে জীবন ও সম্পদের ঝুঁকি' এই প্রতিপাদ্যকে সামনে রেখে নওগাঁর পত্নীতলায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উদযাপন উপলক্ষ্যে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (১০ মার্চ) সকাল ১১টায় উপজেলা চত্বর থেকে র‌্যালি শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা প্রশাসনের সহায়তায় উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিস এই কর্মসূচির আয়োজন করে।

উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার আবু সোয়েব খানের সভাপতিত্বে এসময় বক্তব্য রাখেন, উপজেলা প্রকৌশলী সৈকত দাস, কৃষি অফিসার প্রকাশ চন্দ্র সরকারা, সমাজসেবা অফিসার সুলতান মাহমুদ, আনছার ভিডিবি অফিসার জিয়াউর রহমান, পত্নীতলা ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স এর ভারপাপ্ত ইস্টেশন অফিসার গোলাম সারোয়ার, একাডেমিক সুপার ভাইজার মোরশেদুল আলমসহ উপজেলা বিভিন্ন দফতরের সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, এনজিও প্রতিনিধি, সুশীল সমাজের প্রতিনিধি, শিক্ষক, বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীসহ সহস্রাধিক নারী-পুরুষ অংশগ্রহণ করেন।   

Bootstrap Image Preview