Bootstrap Image Preview
ঢাকা, ১৪ মঙ্গলবার, মে ২০২৪ | ৩১ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

প্রথম বর্ষের শিক্ষার্থীদের বরণ করলো রাবি প্রশাসন

রাবি প্রতিনিধি
প্রকাশিত: ১০ মার্চ ২০১৯, ০৩:২৮ PM
আপডেট: ১০ মার্চ ২০১৯, ০৩:২৮ PM

bdmorning Image Preview


২০১৮-১৯ শিক্ষাবর্ষে ভর্তি নবীন শিক্ষার্থীদের বরণ করে নিলো রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) প্রশাসন।

রবিবার (১০ মার্চ) সকালে বিশ্ববিদ্যালয়ের কাজী নজরুল ইসলাম মিলনায়তনে জাতীয় সঙ্গীত পরিবেশনের মাধ্যমে অনুষ্ঠানের উদ্বোধন করা হয়।

নবীন বরণ ব্যবস্থাপনা কমিটির সভাপতি ও বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. আনন্দ কুমার সাহার সভাপতিত্বে নবীন শিক্ষার্থীদের উদ্দেশ্যে উপাচার্য অধ্যাপক এম আব্দুস সোবহান বলেন, তোমরা বিদ্যা অর্জন এবং তীব্র প্রতিযোগিতার মাধ্যমে এই বিশ্ববিদ্যালয়ে পড়ার সুযোগ পেয়েছো। ভর্তি হয়েছো ভালো মানুষ হবে বলে। তবে বিদ্যা অর্জন করলেও শুধু বিদ্যান হওয়া যায় না। বিদ্যা অর্জন করে সনদ দেখাতে পারে কিন্তু কেউ শিক্ষিত হওয়ার সনদ দেখাতে পারবে না। তাই তোমাদেরকে প্রকৃত শিক্ষিত হতে হবে।
উপাচার্য আরও বলেন, বর্তমান সময়ের মানুষ স্বার্থপরতার দাস। সেই স্বার্থপরতা থেকে বের হয়ে তোমাদের দেশ ও জাতীর জন্য কাজ করে যেতে হবে। সেজন্য পুঁথিগত বিদ্যার পাশাপাশি নৈতিক শিক্ষায় শিক্ষিত হতে হবে।

বিশ্ববিদ্যালয়ের (ভারপ্রাপ্ত) রেজিস্ট্রার অধ্যাপক ড. এম এ বারীর সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপ-উপাচার্য অধ্যাপক ড. চৌধুরী মো. জাকারিয়া ও কোষাধ্যক্ষ অধ্যাপক ড. এ কে এম মোস্তাফিজুর রহমান আল-আরিফ।

স্বাগত বক্তৃতা রাখেন ছাত্র-উপদেষ্টা অধ্যাপক ড. লায়লা আরজুমান বানু, প্রক্টর অধ্যাপক ড. লুৎফর রহমান, ইমেরিটাস অধ্যাপক ড. অরুণ কুমার বসাক প্রমুখ। এছাড়া নবীন শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য দেন ফাইন্যান্স বিভাগের খন্দকার অভিষেক ইবনে শামস এবং মৃৎশিল্প ও ভাস্কর্য বিভাগে ইসরাত জাহান।

এসময় অনুষ্ঠানে জনসংযোগ দপ্তরের প্রশাসক প্রভাষ কুমার কর্মকারসহ বিভিন্ন অনুষদের ডিন, শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন। 

Bootstrap Image Preview