Bootstrap Image Preview
ঢাকা, ১৬ বৃহস্পতিবার, মে ২০২৪ | ২ জ্যৈষ্ঠ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

ভারতীয় সেনাবাহীনীতে যোগ দিলো ১৫০ কাশ্মীরি যুবক

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১০ মার্চ ২০১৯, ০২:১৩ PM
আপডেট: ১০ মার্চ ২০১৯, ০৪:১১ PM

bdmorning Image Preview


ভারত নিয়ন্ত্রীত জম্মু-কাশ্মীরে জঙ্গি হামলার ঘটনার পরপরই ভারতীয় সেনাবাহিনীতে যোগ দিয়েছে জম্মু-কাশ্মীরের দেড়শতাধিক যুবক।

ভারতীয় সংবাদমাধ্যমগুলোর খবরে বলা হয়েছে, যুবকরা জম্মু-কাশ্মীররের লাইট ইনফ্যান্ট্রিতে (জেকেএলআই) যোগ দিয়েছে। 

ভারতীয় সেনায় ভর্তি হওয়া ২০ বছর বয়সী ইসফাক রাসুল বলেন, ‘আমার সব সময় একটা স্বপ্ন ছিলো জেকেএলআই দলে যোগ দেওয়ার। প্রথমবারের মতো ক্যামেরার সামনে কথা বলতে গিয়ে লজ্জা পাচ্ছি। আমার স্বপ্ন সত্যি হলো।’

এ সময় ইসফাকের বাবা বলেন, ‘আমরা কাশ্মীরেই আছি। এখানে এখনও হুমকি রয়েছে। পরিস্থিতি খুব ভয়াবহ। সরকারের উচিত দ্রুত পদক্ষেপ নেওয়া। সুষ্ঠ পরিবেশ তৈরি করতে হবে।’

এ সময় অন্যান্য ক্যাডেটরা জানান, সেনাদের মধ্যে বেগ অনেক বেশি। অনেক কঠোর পরিশ্রম করে এখানে আসতে হয়েছে। দেশের সেবা করতে তারা এখন একজন সৈন্যতে পরিণত হয়েছেন।

কাশ্মীরের যুবক এবং তাদের পরিবারের বিপদের আশঙ্কা শুরু থেকে সঙ্কটে। দামাল ছেলেদের সশস্ত্রবাহিনীতে যোগদান জঙ্গিরা মেনে নিতে পারে না। ফলে যুবকদের সেনাবাহিনীতে যোগ দেওয়ার পর তাদের পরিবারের নিরাপত্তার নিয়ে একটা প্রশ্ন থেকেই যায়।

শনিবার পাসিং আউট প্যারেডে প্রায় ৬০০ জন অভিভাবক এবং জওয়ানদের পরিজনরা উপস্থিত ছিলেন। সেনাবাহিনীর প্রশাসনিক কর্মকর্তারা এই অনুষ্ঠানে যোগ দেন।

Bootstrap Image Preview