Bootstrap Image Preview
ঢাকা, ১৪ মঙ্গলবার, মে ২০২৪ | ৩১ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

ইমরান খানের ইনসাফ কার্ড!

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১০ মার্চ ২০১৯, ০১:৩৩ PM
আপডেট: ১০ মার্চ ২০১৯, ০১:৩৩ PM

bdmorning Image Preview


নির্বাচিত হওয়ার পর পাকিস্তানের এক লাখ পরিবারের মাঝে ইনসাফ কার্ড বিতরণ করেছে ইমরান খানের সরকার। মূলত প্রত্যন্ত এলাকার মানুষদের স্বাস্থ্যসেবা সুবিধার জন্য এ কার্ড বিতরণ করা হয়েছে।

শনিবার (৯মার্চ) সিন্ধু প্রদেশের থারপাকার জেলায় তিনি হেলথ কার্ড বিতরণ অনুষ্ঠানে এসব কথা বলেন। এ কর্মসূচিতে তার সঙ্গে ছিলেন পররাষ্ট্রমন্ত্রী শাহ মাহমুদ কোরেশী ও সিন্ধু প্রদেশের সাবেক মুখ্যমন্ত্রী ডা. আরবাব গোলাম রহিম।

জানা জায়, ইমরান খান পাকিস্তানকে প্রথমেই ক্ষুধা, দারিদ্র ও স্বাস্থ্যসেবায় বিশেষ নজর দিয়েছেন। স্বাস্থ্যসেবায় এবার নতুন উদ্যোগ নিয়েছেন তিনি ১ লাখ ১২ হাজার পরিবারের কাছে ইনসাফ হেলথ কার্ড বিতরণ করা হয়েছে, যাতে ৭ লাখ ২০ হাজার মানুষ বিনামূল্যে সরকারি স্বাস্থ্যসেবা পাবেন।এ কার্ডের মাধ্যমে বিনামূল্যে জরুরি স্বাস্থ্যসেবা মিলবে ওই কার্ডধারীদের। এছাড়াও তিনি প্রত্যন্ত অঞ্চলের স্বাস্থ্যসেবায় নতুন কিছু পরিকল্পনা করেছেন।

ইমরান খান বলেন, আমরা ভ্রাম্যমাণ হাসপাতাল তৈরি করার সিদ্ধান্ত গ্রহন করেছি। খুব শীঘ্রই তা চালু করা হবে। সেখানে একটি গাড়িতে সার্জিক্যাল উপকরণ থাকবে, যাতে যেকোনো ধরনের অপারেশন করা যায় সেজন্য সেখানে মেডিকেল ও ফার্মাসি সংশ্লিষ্ট লোকজনও থাকবেন। এই ভ্রাম্যমান হাসপাতাল প্রত্যেক জেলায় স্বাস্থ্যসেবা দেবে।জনগণ যাতে স্বাস্থ্যসেবা নিতে দুর্ভোগে না পড়েন সেজন্য শীঘ্রই প্রত্যন্ত অঞ্চলসমূহে ৪টি করে এম্বুলেন্স সরবরাহ করা হবে।

তিনি আরও বলেন,পাকিস্তান থেকে দারিদ্রতা সম্পূর্ণভাবে নির্মূল করবেন। এটাই তার প্রথম লক্ষ্য। পুষ্টিহীনতায় যেসব শিশু মারা যাচ্ছে তাও তাকে ব্যাপক পীড়া দিচ্ছে। নতুন পাকিস্তানের জন্য তিনি ক্ষুধা ও দারিদ্রমুক্ত পাকিস্তান উপহার দেয়ার জন্য কাজ করে যাচ্ছেন।

Bootstrap Image Preview