Bootstrap Image Preview
ঢাকা, ০২ বৃহস্পতিবার, মে ২০২৪ | ১৯ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

চুয়াডাঙ্গায় ১৮২ বোতল ফেনসিডিল জব্দ, আটক ২

শামসুজ্জোহা পলাশ, চুয়াডাঙ্গা প্রতিনিধি 
প্রকাশিত: ১০ মার্চ ২০১৯, ১১:২৫ AM
আপডেট: ১০ মার্চ ২০১৯, ১১:৩৩ AM

bdmorning Image Preview


চুয়াডাঙ্গায় ১৮২ বোতল ফেনসিডিলসহ উজ্জ্বল হোসেন (৩০) ও আলম হোসেন (৩৫) নামে দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।

শনিবার (৯ মার্চ) সন্ধ্যায় চুয়াডাঙ্গা সদর উপজেলার উকতো গ্রামের মালিথা পাড়া থেকে তাদেরকে আটক করা হয়।

আটককৃতরা হলেন, চুয়াডাঙ্গার আকন্দবাড়ীয়া গ্রামের মুচপাড়ার জিয়াউল হকের ছেলে উজ্জ্বল হোসেন ও একই গ্রামের তমালতলা এলাকার আহাদ আলীর ছেলে আলম হোসেন।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে উকতো গ্রামের একটি বাড়িতে অভিযান চালানো হয়। এসময় বাড়িটি তল্লাশি করে ১৮২ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। এসময় এসব ফেনসিডিল কেনা-বেচার সাথে জড়িত থাকার অভিযোগে উজ্জ্বল ও আলমকে আটক করা হয়।

চুয়াডাঙ্গা অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ কলিমুল্লাহ জানান, চলমান মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে তাদেরকে মাদকসহ আটক করা হয়েছে। জেলায় মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে। জব্দকৃত ফেনসিডিলিসহ আটক ব্যবসায়ীদের বিরুদ্ধে চুযাডাঙ্গা সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে বলেও জানান তিনি।   

Bootstrap Image Preview