Bootstrap Image Preview
ঢাকা, ৩০ মঙ্গলবার, এপ্রিল ২০২৪ | ১৬ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

সুনামগঞ্জের ৯ উপজেলায় চলছে ভোট গ্রহণ

হাবিব সরোয়ার আজাদ, সিলেট প্রতিনিধি 
প্রকাশিত: ১০ মার্চ ২০১৯, ১০:৫৩ AM
আপডেট: ১০ মার্চ ২০১৯, ১০:৫৬ AM

bdmorning Image Preview


পঞ্চম উপজেলা পরিষদ নির্বাচনের প্রথম ধাপে দেশের অন্যান্য উপজেলার ন্যায় সুনামগঞ্জের ৯ উপজেলার ৫৪১ কেন্দ্রে ভোট গ্রহণ শুরু হয়েছে। 

রবিবার (১০ মার্চ) সকাল ৮টা থেকে ভোট গ্রহণ শুরু হয়েছে যা একটানা চলবে বিকাল ৪টা পর্যন্ত।

এবারের নির্বাচনে চেয়ারম্যান পদে ২৮ জন, ভাইস চেয়ারম্যান পদে ৬৭ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৩৫ জন প্রার্থীসহ ১৩০ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। ৯টি উপজেলার ১৩ লাখ ৬৩ হাজার ৬৭০ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগের কথা রয়েছে। তাদের মধ্যে মহিলা ৬ লাখ ৮১ হাজার ৪৪৮ জন ও পুরুষ ভোটার ৬ লাখ ৮২ হাজার ২২২ জন। এসব উপজেলার ৩১৮টি গুরুত্বপূর্ণ কেন্দ্র কঠোর নিরাপত্তা বলয় তৈরি করেছে নির্বাচন কমিশন। এছাড়া ২২৩টি সাধারণ কেন্দ্রে নেওয়া হয়েছে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা।

সুষ্ঠু পরিবেশে ভোট গ্রহণের জন্য পুলিশ, র‌্যাব, বিজিবি, আনসারসহ সব আইনশৃঙ্খলা বাহিনী নিয়ে গড়ে তোলা হয়েছে কঠোর নিরাপত্তা বলয়। নির্বাচন পরিচালনার জন্য মোবাইল টিম, স্টাইকিং ফোর্স, জুডিশিয়াল ও নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত, জেলা রিটার্নিং অফিসার ও জেলা নির্বাচন অফিসের নেতৃত্বে তদারকি টিম মাঠে কাজ করছে।

উল্লেখ্য, জেলার ১১টি উপজেলার মধ্যে গত শুক্রবার জামালগঞ্জ উপজেলার নির্বাচন স্থগিত ঘোষণা করেছে নির্বাচন কমিশন। এছাড়া জগন্নাথপুর উপজেলায় গেলবার পুন: নির্বাচন হওয়ায় এখানে এ মেয়াদে কোনও নির্বাচন হচ্ছে না।

Bootstrap Image Preview