Bootstrap Image Preview
ঢাকা, ৩০ মঙ্গলবার, এপ্রিল ২০২৪ | ১৬ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

জয়পুরহাটের পাঁচ উপজেলার ভোট গ্রহণ শুরু

আল মামুন, জয়পুরহাট প্রতিনিধি
প্রকাশিত: ১০ মার্চ ২০১৯, ১০:২০ AM
আপডেট: ১০ মার্চ ২০১৯, ১০:২০ AM

bdmorning Image Preview


পঞ্চম উপজেলা পরিষদ নির্বাচনে প্রথম ধাপে জয়পুরহাটের পাঁচ উপজেলার ভোট গ্রহণ শুরু হয়েছে।

জয়পুরহাট সদর, পাঁচবিবি, কালাই, ক্ষেতলাল ও আক্কেলপুর এই পাঁচ উপজেলায় ২৮৭ টি কেন্দ্রে সকাল ৮টা থেকে ভোট গ্রহণ শুরু হয়েছে যা একটানা চলবে বিকাল ৪টা পর্যন্ত। নির্বাচনে চেয়ারম্যান পদে ৮জন, ভাইস চেয়ারম্যান পদে ২৬ এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ১৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

উল্লেখ্য, জেলার জয়পুরহাট সদর ও পাঁচবিবি উপজেলায় চেয়ারম্যান পদে কোন প্রতিদ্বন্দ্বী প্রার্থী না থাকায় এই দুই উপজেলায় শুধু ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। 

রিটানিং কর্মকর্তারা জানান, নির্বাচন অবাধ ও সুষ্ঠু করতে প্রশাসনের পক্ষ থেকে সব ধরণের ব্যবস্থা করা হয়েছে।

Bootstrap Image Preview