Bootstrap Image Preview
ঢাকা, ০৮ বুধবার, মে ২০২৪ | ২৫ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

চাকরির বয়সসীমা ৩৭ থেকে ৪০

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৯ মার্চ ২০১৯, ১০:২৯ PM
আপডেট: ০৯ মার্চ ২০১৯, ১০:২৯ PM

bdmorning Image Preview
সংগৃহীত ছবি


ভারতের পশ্চিমবঙ্গের অধ্যাপকদের সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩৭ থেকে বাড়িয়ে ৪০ করেছে মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের রাজ্য সরকার। গত বৃহস্পতিবার পশ্চিমবঙ্গের প্রাদেশিক পরিষদে এ সংক্রান্ত একটি আইন পাশ হয়েছে।

ভারতীয় গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, এতদিন রাজ্যের অধ্যাপকরা সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩৭ হওয়ায় বেশ কিছু সমস্যা সমস্যার সম্মুখীন হচ্ছিল। যার প্রেক্ষিতে এমন সিদ্ধান্ত নিল রাজ্যসভা।

কলকাতার দৈনিকগুলোর প্রতিবেদনে জানানো হয়েছে, অধ্যাপকদের সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা ৪০ বছর হওয়ায় অনেক সুবিধা পাবেন রাজ্যের স্থায়ী অধ্যাপক হিসেবে আবেদনকারীরা।

তবে অধ্যাপকদের ক্ষেত্রে স্থায়ী পদে আবেদনের নিয়ম কোন ব্যক্তিকে পিএইচডি ডিগ্রিধারী হতে হবে। আর এমন শর্ত পুরণ হওয়ার পরেই আবেদনকারী কলেজ সার্ভিস কমিশনের যোগ্য প্রার্থী হিসেবে বিবেচিত হবেন।

Bootstrap Image Preview