Bootstrap Image Preview
ঢাকা, ০৫ রবিবার, মে ২০২৪ | ২২ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

‘পাকিস্তানের নতুন হামলা ঠেকাতে সতর্কাবস্থায় ভারতীয় সেনারা’

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৯ মার্চ ২০১৯, ০৮:৪৬ PM
আপডেট: ০৯ মার্চ ২০১৯, ০৮:৪৬ PM

bdmorning Image Preview
সংগৃহীত ছবি


পাকিস্তান থেকে সম্ভাব্য নতুন হামলা ঠেকানোর জন্য ভারতের সেনারা অত্যন্ত সতর্কাবস্থায় রয়েছে।  শনিবার একথা বলেছেন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রাবিশ কুমার।

তিনি বলেন, আমরা সব সময় দায়িত্বশীলতা ও পরিপক্কতার সঙ্গে কাজ করেছি এবং করব। পাকিস্তান হচ্ছে সত্য অস্বীকারকারী দেশ। ভারতের ওপর যেসব সন্ত্রাসী গোষ্ঠী হামলা চালায় তাদের প্রতি রাষ্ট্রীয় সমর্থনের কথা অস্বীকার করে আসছে ইসলামাবাদ। এছাড়া, এসব গোষ্ঠীর বিরুদ্ধে কোনো রকমের বিশ্বাসযোগ্য ব্যবস্থা নিতেও ব্যর্থ হয়েছে দেশটি।

চলতি সপ্তাহে পাকিস্তানের নিরাপত্তা বাহিনী ঘোষণা করেছে যে, তারা কয়েক ডজন সন্ত্রাসীকে আটক করেছে। গত ১৪ ফেব্রুয়ারি ভারত নিয়ন্ত্রিত কাশ্মিরের পুলওয়ামায় সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্সের ওপর সন্ত্রাসী হামলায় ৪৪ জওয়ান নিহত হওয়ার পর এ ঘটনার জন্য দিল্লি পাকিস্তানকে দায়ী করে। এ নিয়ে দেশ দুটির মধ্যে চরম উত্তেজনা দেখা দেয় এবং সীমতি পর্যায়ে সামরিক সংঘাতও ঘটে।

Bootstrap Image Preview